ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয়বারের মতো অ্যাম্বাসেডর হলেন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
দ্বিতীয়বারের মতো অ্যাম্বাসেডর হলেন শচীন শচীন টেন্ডুলকার

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিতৃতির মাধ্যমে জানিয়েছে, ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে আগামি ওয়ানডে বিশ্বকাপের ব্রান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। এর ফলে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ ক্রিকেটের অ্যাম্বাসেডর হলেন শচীন।



এর আগে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে ‘ভারতরত্ন’ প্রাপ্ত শচীন অ্যাম্বাসেডর হিসেবে ছিলেন। তবে, সেবার ব্যাট হাতেও মাঠে দেখা গিয়েছিল তাকে।

এবার ক্রিকেটের বাইরে থেকে অবসর নেওয়া মাস্টার-ব্লাস্টার শচীন বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠানের প্রোমোট করবেন।

এ প্রসঙ্গে গত বছর ক্রিকেট থেকে অবসর নেওয়া ২০০ টেস্ট আর ৪৬৩ ওয়ানডে খেলা ৪১ বছর বয়সী শচীন বলেন, ‘আমাকে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপের ব্রান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করায় আমি নিজেকে গর্বিত অনুভব করছি। ’

এদিকে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘শচীন শুধুমাত্র একজন ক্রিকেটারই নন, সবদিক থেকে তিনি ক্রিকেটকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। তাই দ্বিতীয় বারের মতো তাকে বিশ্বকাপ ক্রিকেটের ব্রান্ড অ্যাম্বাসেডর করা হলো। ’

এবার এগারোতম ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড-শ্রীলংকা ম্যাচের মধ্যে দিয়ে মাঠে গড়াবে এ আসরটি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ২২ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।