ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সুপার লিগ পরিচালনায় বিদেশি আম্পায়ার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
সুপার লিগ পরিচালনায় বিদেশি আম্পায়ার

ঢাকা: ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আম্পায়ারিং নিয়ে কোনো না কোনো ক্লাব অভিযোগ করছে। এ নিয়ে ম্যাচ চলাকালীন সময়ে মাঠে তৈরি হয় অপ্রীতিকর পরিস্থিতি।

২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সুপার লিগ পর্বের খেলা।

সুপার লিগ পর্বের খেলাগুলো নিয়ে যাতে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না হয় এজন্যে শেষ পর্যন্ত বিদেশি আম্পায়ার আনার প্রস্তাব করেছে বিসিবির আম্পায়ার্স কমিটি।

আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিংকু বাংলানিউজকে জানিয়েছেন, ‘সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্যে বিদেশ থেকে আম্পায়ার আনার প্রস্তাব করেছি, এজন্যে ফান্ড প্রয়োজন এখন দেখা যাক বোর্ড কি সিদ্ধান্ত নেয়। ’

মিরপুর এবং ফতুল্লা দুটো ভেন্যুতে লিগের খেলাগুলোর জন্যেই টিভি ক্যামেরা স্থাপনের জন্যেও প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন নাজমুল করিম টিংকু।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।