ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার বলের আঘাতে অনুশীলন ছাড়লেন ওয়াটসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
এবার বলের আঘাতে অনুশীলন ছাড়লেন ওয়াটসন ছবি: সংগৃহীত

ঢাকা: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনরত অবস্থায় জেমস প্যাটিনসনের বাউন্সি বলের আঘাতে নেট ছাড়লেন শেন ওয়াটসন। তবে মাথায় ব্যথা পেলেও অস্ট্রেলিয়ান এ অলরাউন্ডার জানিয়েছেন তিনি সুস্থ আছেন।



ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টের অনুশীলন করতে নেটে নামেন ৩৩ বছরের এ ব্যাটসম্যান। পরে প্যাটিনসনের করা বাউন্সি বলে সরাসরি আঘাত হানে ওয়াটসনের হ্যালমেটে।

এর আগে গত ২৫ নভেম্বর অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে শেন অ্যাবোটের বাউন্সি বলে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন ফিল হিউজ। পরে দুইদিন কোমায় থাকার পর ২৭ নভেম্বর মারাযান বাঁ হাতি ‌হিউজ।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ২৩ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।