ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পরিবর্তন হলো প্রিমিয়ার লিগের সময়সূচি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
পরিবর্তন হলো প্রিমিয়ার লিগের সময়সূচি

ঢাকা: ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগ পর্বের চতুর্থ ও পঞ্চম রাউন্ডের খেলার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বিসিবি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।



এতে বলা হয়, ১ জানুয়ারি এর সব খেলা নতুন সূচি অনুসারে ২ জানুয়ারি মাঠে গড়াবে।

২ জানুয়ারি শনিবার মিরপুরে আবাহনী খেলবে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে। ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের বিপক্ষে খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জ।

প্রাইম ব্যাংক এবং মোহামেডানের খেলাটি হবে বিএকেএসপিতে।

৪ জানুয়ারি আবাহনী এবং প্রাইম ব্যাংকের ম্যাচটি হবে মিরপুরে। ফতুল্লায় কলাবাগান ক্রিকেট একাডেমি  এবং লিজেন্ডস অব রূপগঞ্জ মুখোমুখি হবে।

বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর এবং মোহামেডানের খেলা দিয়ে পর্দা নামবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।