ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
ক্যারিবীয়দের নাটকীয় জয় ছবি: সংগৃহীত

ঢাকা: পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে এক উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আন্দ্রে রাসেলের অপরাজিত ৬৪ রানের ওপর ভর করে নাটকীয় জয় পায় ক্যারিবীয়রা।

ইতোমধ্যেই পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ জিতে নিয়েছে প্রোটিয়ারা।

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

২৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান দ্রুত ফিরে গেলে চাপে পড়ে ক্যারিবীয়রা। তবে, চতুর্থ উইকেটে নামা মারলন স্যামুয়েলসের ৬৮ রানে স্বস্তি ফিরে আসে। শেষদিকে ড্যারেন স্যামির ফিফটি ও রাসেলের অপরাজিত ৬৪ রানের ইনিংসে ৯ বল হাতে রেখে এক উইকেটে জয় তুলে নেয় ক্যারিবীয়রা।

প্রোটিয়াদের হয়ে দু’টি করে উইকেট লাভ করেন জেপি ডুমিনি ও ফারহান বেহারদিয়ান।

এর আগে ব্যাটিংয়ে নেমে ডেভিড মিলারের অপরাজিত ১৩০ রানের ওপর ভর করে আট উইকেটে ২৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। মিলারের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আসে ডুমিনির ব্যাট থেকে।

ক্যারিবীয় বোলাদের মধ্যে অধিনায়ক হোল্ডার একাই নেন চার উইকেট। এছাড়াও দু’টি উইকেট লাভ করেন শেল্ডন কট্রেল।

উল্লেখ্য, জানুয়ারির ২৮ তারিখে দু’দলের মধ্যকার পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘন্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।