ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশে ফিরে যাচ্ছেন হেরাথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
দেশে ফিরে যাচ্ছেন হেরাথ ছবি : সংগৃহীত

ঢাকা: পারিবারিক কারণে নিজ দেশ শ্রীলঙ্কায় ফিরে যাচ্ছেন দলটির অফ স্পিনার রঙ্গনা হেরাথ। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সপ্তম ও শেষ ওয়ানডে ম্যাচে থাকছেন না তিনি।

আর এ ব্যাপারটি নিশ্চিত করেছেন লঙ্কান টিম ম্যানেজার।

কিউইরা ইতোমধ্যে ৪-১ এ সিরিজ জিতে নিয়েছে। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছিল।

এদিকে হেরাথ সম্প্রতি স্কোয়াড ত্যাগ করলেও আগামী ফেব্রুয়ারির ৩ তারিখে তিনি আবারো নিউজিল্যান্ডে ফিরে আসবেন। কারণ আগামী মাসের ৯ তারিখে লঙ্কানরা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দ. আফ্রিকার বিপক্ষে লড়বে।

সম্প্রতি কিউইদের সঙ্গে ওয়ানডে সিরিজে হেরাথ দলের স্পিনারদের মধ্যে সবচেয়ে ভাল পারফরমার ছিলেন। তিনি ছয় ম্যাচে ৩০ গড়ে চারটি উইকেট পেয়েছেন। যেখানে তার বোলিং গড় ছিল ৪.১৩।

এদিকে সপ্তম ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নিয়েও সন্দিহানে আছে শ্রীলঙ্কা। কারণ তিনি কাঁধের ইনজুরিতে ভুগছেন। এর আগেও তিনি সিরিজের দুটি ম্যাচ ইনজুরির কারণে খেলেন নি।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।