ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৩৩২ রানের লিড ঢাকা মেট্টোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
৩৩২ রানের লিড ঢাকা মেট্টোর

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলায় তৃতীয় দিনে শেষে বরিশালের বিপক্ষে ৩৩২ রানের লিড নিযেছে ঢাকা মেট্টো। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দিন শেষে দ্বিতীয় ইনিংসে মেট্টোর সংগ্রহ ৪ উইকেটে ১৯৩ রান।



প্রথম ইনিংসে ১৪০ রানের ইনিংস খেল‍া সাদমান ইসলাম ৬৯ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। অপরপ্রান্তে ৩০ রানে অপরাজিত আছেন মেহরাব হোসেন (জুনিয়র)।

আগের দিনের করা বিনা উইকেটে ১৪১ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেন শাহরিয়ার নাফিস ও সাইফ হাসান। ভালো সূচণা পেয়েও বরিশাল তাদের প্রথম ইনিংস লম্বা করতে পারেনি। আগের দিন ৫৫ রানে অপরাজিত থাকা সাইফ ৮ রান যোগ করতে পেরেছেন।

সাইফের বিদায়ের পর তৃতীয় উইকেটে নামা নামা ফজলে রাব্বি মাত্র ৩ রান করে বিদায় নেন। এরপর ‍শাহরিয়ার নাফিস ব্যক্তিগত ৯১ রানে পেসার শহিদের বলে আউট হলে চাপে পড়ে বরিশাল। পরে ইলিয়াস সানির দুর্দান্ত স্পিন জাদুতে ২৬১ রানে গুটিয়ে যায় বরিশাল বিভাগ।

ঢাকা মেট্রোর হয়ে ইলিয়াস ‍সানি একাই নেন ৭ উইকেট।

উল্লেখ্য, সাদমান ইসলামের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল ঢাকা মেট্টো।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।