ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেরা বিধ্বংসী ওপেনার ওয়ার্নার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
সেরা বিধ্বংসী ওপেনার ওয়ার্নার ডেভিড ওয়ার্নার

ঢাকা: অজি বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নারকে সেরা বিধ্বংসী ওপেনার হিসেবে আখ্যা দিয়েছে সাবেক কিউই ওপেনার মার্ক গ্রেটব্যাচ।

গ্রেটব্যাচ বলেন, ওপেনারদের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ওয়ার্নার।

সে খুব শক্তিশালী ও চৌকস। বর্তমানে ভালো ফর্মে রয়েছে সে, প্রতিপক্ষকে কিভাবে নিয়ন্ত্রণে নিতে হয় ওয়ার্নার তা জানে।

এ সময় ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মার কথা উল্লেখ করে গ্রেটব্যাচ বলেন, বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে সে ভালো করবে।

এছাড়া ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইল ও কিউই ব্যাটসম্যান ম্যাককুলামের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।