ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগাররা জানে কী করতে হবে

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
টাইগাররা জানে কী করতে হবে চন্ডিকা হাতুরুসিংহে

ঢাকা: বিশ্বকাপে খেলতে ২৫ জানুয়ারি অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের একাদশতম আসরে ১৮ ফেব্রয়ারি আফগানিস্তানের ‍মুখোমুখি হবে টাইগাররা।

বিশ্বকাপে বাংলাদেশের খুঁটি-নাটি নিয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

প্রস্তুতি ম্যাচে হার প্রসঙ্গে হাতুরুসিংহে বলেন, হার সবসময়ই হতাশার। প্রস্তুতি ম্যাচগুলোতে আমরা সব ক্রিকেটারদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছি। চারটি প্রস্তুতি ম্যাচ খেলেছি এবং বাংলাদেশের প্রস্তুতিতে আমরা সন্তুষ্ট। ব্রিসবেনে উন্নত সুযোগ-সুবিধায় চমৎকার প্র্যাকটিস সেশন কাটিয়েছি। সিডনিতেও আমরা দারুণ সুবিধা পেয়েছি।

তিনি আরও বলেন, প্র্যাকটিস ম্যাচের মাধ্যমে ক্রিকেটারদের পর্যবেক্ষণ করেছি, সে অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি। হ্যাঁ, সত্যিই আমরা সন্তুষ্ট প্রস্তুতি নিয়ে এবং আমরা জানি কী করতে চাই, কী করতে হবে।

১৮ ফেব্রুয়ারি ক্যানবেরায় প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচ প্রসঙ্গে বাংলাদেশের প্রধান কোচ বলেন, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জেতা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম ম্যাচ বলেই বাড়তি গুরুত্ব পাবে। দলের ক্রিকেটাররা যদি তাদের সেরাটা দিতে পারে তাহলে ভালো কিছু্ই হবে।

ক্রিকেটারদের মানসিক চাপ নিয়ন্ত্রণ প্রসঙ্গে হাতুরুসিংহে বলেন, এটি যখন বিশ্বকাপ, চাপ থাকবেই। মনে হচ্ছে তাদের অনেকেই নার্ভাস। তবে চাপ অনেকক্ষেত্রে ভালো খেলতে সাহায্য করে।

বাংলাদেশ দল প্রসঙ্গে হাতুরুসিংহে বলেন, সন্দেহ নেই, আমাদের দলে কয়েকজন বিশ্বমানের ক্রিকেটার আছে। ওয়ানডে ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের দলের ক্রিকেটার। এছাড়াও দলে তরুণ কিছু ক্রিকেটার আছে, যারা বিশ্ব আসরে নিজেদের মেলে ধরবে বলে বিশ্বাস করি। বেশিরভাগ ক্রিকেটারই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় খেলতে এসেছে। অস্ট্রেলিয়ার মতো জায়গায় ভালো খেলার জন্য তারা মুখিয়ে আছে।

সাকিবের কাছে আলাদা কোনো প্রত্যাশা আছে কিনা জানতে চাইলে হাতুরুসিংহে সাংবাদিকদের বলেন, বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলা সাকিবের পারফরম্যান্স আমরা সবাই দেখেছি। সে বিস্ফোরক একজন ব্যাটসম্যান। উইকেটে সেট হয়ে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে জানে। সেই সঙ্গে সাকিব একজন বুদ্ধিমান বোলারও।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।