ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এন্ডারসনের দ্বিতীয় শিকার বেরিংটন

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
এন্ডারসনের দ্বিতীয় শিকার বেরিংটন সংগৃহীত

ঢাকা: ম্যাট মাশানের দেখানো পথেই হা‍টলেন রিচি বেরিংটন। দু’জনই আউট হয়েছেন ব্যক্তিগত অর্ধশতক পূর্ন করে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের শুরুতেই চার উইকেট হারানো স্কটল্যান্ডকে পথ দেখাচ্ছিলেন এরা দুজনই।

পঞ্চম উইকেট জুটিতে স্কটিশদের হয়ে মাশান-বেরিংটন জুটি যোগ করেছেন ৯৭ রান। দলীয় ১০৯ রানে ম্যাট মাশানের (৫৬) বিদায়ের পর ফিরে গেলেন রিচি বেরিংটন (৫০)। দলীয় ১১৭ রানে নিজেদের ষষ্ঠ উইকেট হারায় স্কটল্যান্ড। দু’জনকেই ফিরিয়েছেন কোরি এন্ডারসন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে কিউই পেসারদের দাপটে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের প্রথম দুই বলেই শূণ্য রানে প্যাভিলিয়নে ফেরেন কালাম ম্যাকলিওড ও হামিশ গার্ডিনার। এরপর পেস তান্ডব চালান সাউদি। কাইল কোয়েটজার (১) ও অধিনায়ক প্রেস্টন মমসেনকে (০) ফেরান এ ডানহাতি পেসার।

টিম সাউদি, টেন্ট বোল্ট ও কোরি এন্ডারসন নিয়েছেন দুটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।