ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সহজ লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিকরা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সহজ লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিকরা

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসরের ৬ষ্ঠ ম্যাচে স্কটল্যান্ডকে মাত্র ১৪২ রানে গুটিয়ে দিয়ে সহজ লক্ষ্যে ব্যাট করছে শক্তিশালী নিউজিল্যান্ড।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান তুলেছে ব্লাকক্যাপরা।



ক্রিজে আছেন কেন ইউলিয়ামসন ও রস টেইলর। এর আগে ইয়ান ওয়ার্ডলের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন দুই অপেনার মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম।
 
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে কিউই পেসারদের দাপটে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের প্রথম দুই বলেই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন কালাম ম্যাকলিওড ও হামিশ গার্ডিনার। এরপর পেস তান্ডব চালান সাউদি। কাইল কোয়েটজার (১) ও অধিনায়ক প্রেস্টন মমসেনকে (০) ফেরান এ ডানহাতি পেসার।

পঞ্চম উইকেট জুটিতে স্কটিশদের হয়ে মাশান-বেরিংটন জুটি যোগ করেছেন ৯৭ রান। দলীয় ১০৯ রানে ম্যাট মাশানের (৫৬) বিদায়ের পর ফিরে গেলেন রিচি বেরিংটন (৫০)। দলীয় ১১৭ রানে নিজেদের ষষ্ঠ উইকেট হারায় স্কটল্যান্ড।  

এ দুজনের বিদায়ের পর ডেনিয়েল ভেট্টোরি তিন উইকেট তুলে নিলে ১৪২ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড।
 
কোরি এন্ডারসন ও ড্যানিয়েল ভেট্টোরি তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট নিয়েছেন দুটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

** ১৪২ রানে গুটিয়ে গেল স্কটিশরা
** শতক পেরোলো স্কটিশরা
** টপঅর্ডারেই তিন ‘ডাক’
** শুরুর ধাক্কা সামলে অর্ধশতক পেরোলো স্কটিশরা
** কিউই পেসে দিশেহারা স্কটিশরা
** অপরিবর্তিত নিউজিল্যান্ড একাদশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।