ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ দিকে নার্ভাস ছিলেন ম্যাককালাম

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
শেষ দিকে নার্ভাস ছিলেন ম্যাককালাম ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের পুল ‘এ’র ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলার শেষ দিকে বেশ নার্ভাস ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তিনি জানান, খেলার শেষে এসে যখন আমরা দ্রুত তিন উইকেট হারিয়েছি তখন দল বেশ চাপে পড়ে যায়।



এদিন বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে কিউই বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৩৬.২ ওভারে মাত্র ১৪২ রানেই গুটিয়ে যায় স্কটিশরা। তবে পরে জয়ের লক্ষে খেলতে নেমে সাত উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে দলটি।

এ আসরের কো-হোস্ট হিসেবে বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার নিউজিল্যান্ড। তবে এ ম্যাচে ১৮ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে ১০৬ করলেও অঘটনের শিকার হতে যাওয়া কিউইরা ১৩৭ রানের মধ্যে আরো চার উইকেট হারায়।

কিন্তু শেষ পর্যন্ত ১৫১ বল বাকি থাকতেই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় ম্যাককালাম বাহিনী।

ম্যাককালাম বলেন, ‘ম্যাচে জয় পাওয়ায় আমি সন্তুষ্ট। তবে খেলার শেষ দিকে এসে খুবই নার্ভাস হয়ে পড়েছিলাম। কিন্তু ম্যাচে আমাদের বোলাররা অসাধারণ খেলেছে। তাই আমরা বিপক্ষ দলকে কম রানে বেধে রাখতে পেরেছি। ’

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।