ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাইলফলক ছোঁয়া হলো না তামিমের

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
মাইলফলক ছোঁয়া হলো না তামিমের তামিম ইকবাল

ঢাকা: অল্পের জন্য মাইলফলক ছোঁয়া হলো না তামিমের। মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন ছিল মাত্র ২৯ রান।

কিন্তু ১৯ রানে মিরওয়াইস আশরাফের বলে কিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তামিম।

আর ১০ রান করতে পারলে বাংলাদেশি কোনো ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে (ওডিআই) চার হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারতেন তামিম।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্বকাপের এগারোতম আসরের সপ্তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাইলফলক স্পর্শের এ সুযোগ হারান তামিম।

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ম্যাচে অভিষেক হয় তামিমের। এর আগে ১৩৫ ম্যাচ খেলা (এই ম্যাচ বাদে) তামিম ১৩৪ ইনিংস ব্যাট করে সংগ্রহ করেন তিন হাজার ৯৭১ রান।

চার শতক ও ২৬ অর্ধশতকের মালিক তামিমের ওডিআইতে সর্বোচ্চ স্কোর ১৫৪।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।