ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিক-সাকিব জুটিতে নতুন রেকর্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
মুশফিক-সাকিব জুটিতে নতুন রেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: পার্টনারশিপে আফগানিস্তানের বিপক্ষে নতুন রেকর্ড গড়েছেন মুশফিক রহিম ও সাকিব-আল হাসান। বাংলাদেশের হয়ে এ দুই ব্যাটসম্যান চতুর্থবারের মতো শতরানের জুটি গড়েছেন।



এছাড়া এখন পর্যন্ত সব মিলিয়ে এক হাজার ৭২৫ রান করেছেন মুশফিক-সাকিব জুটি। যা কোনো জুটিতে টাইগারদের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ।

বিশ্বকাপের সপ্তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১১৯ রানে মাথায় চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। কিন্তু পঞ্চম উইকেটে মুশফিক-সাকিব জুটির ১১৪ রান পরিস্থিতি সামাল দেয়। ফলে আবারও বাংলাদেশ দলের ‘ত্রাণকর্তা’ হিসেবে আবির্ভুত হয় এ জুটি।

আশরাফুল-তামিমের এক হাজার ২৪৮ রানের জুটির রেকর্ডটি বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। তারা একবার শতরানের পার্টনারশিপ উপহার দেন।

বাংলাদেহশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

** চার হাজারের ক্লাবে প্রথম বাংলাদেশি সাকিব
** মাইলফলক ছোঁয়া হলো না তামিমের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।