ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ান ক্রিকেটের শীর্ষ ধনী ওয়াটসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
অস্ট্রেলিয়ান ক্রিকেটের শীর্ষ ধনী ওয়াটসন শেন ওয়াটসন

ঢাকা: অস্ট্রেলিয়া ভিত্তিক বিজনেস ম্যাগাজিন বিআরডব্লু’র ( বিজনেস রিভিউ উইকলি) প্রকাশিত জরিপে অস্ট্রেলিয়ার ৫০ জন শীর্ষ ক্রীড়াবিদের মধ্যে অষ্টম স্থানে রয়েছেন শেন ওয়াটসন। অবশ্য অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে সেরা উপার্জনকারী হিসেবে শীর্ষস্থান দখল করেছেন ওয়াটসন।

পঞ্চাশ জনের মধ্যে ১৩ জন অজি ক্রিকেটার রয়েছেন।

অস্ট্রেলিয়ার পঞ্চাশজন ক্রীড়াবিদের মধ্যে শীর্ষে রয়েছেন বাস্টেবল খেলোয়াড় অ্যান্ড্রিউ বোগাট। তার বাৎসরিক আয় ১৬.২ মিলিয়ন ডলার। উল্লেখ্য, ক্রীড়াবিদদের প্রাইজমানি (পুরস্কারের অর্থ), মাসিক বেতন, বানিজ্যিক আয়ের (স্পন্সরশিপ) ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে শীর্ষ ধনী ওয়াটসনের বার্ষিক আয় ধরা হয়েছে ৪.৫ মিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা মিচেল জনসনের অ‍ায় ৪.১ মিলিয়ন ডলার। অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের বাৎসরিক আয় ৪ মিলিয়ন ডলার। ওপেনার ডেভিড ওয়ার্নারের আয়  করেন ৩.৮ মিলিয়ন ডলার।

ওয়ার্নারের পরেই আছেন স্টিভেন স্মিথ। ক্লার্কের উত্তরসুরী স্মিথের আয় ৩.১ মিলিয়ন ডলার। এর পরে পর্যায়ক্রমে রয়েছেন জেমস ফকনার (২.৮ মিলিয়ন ডলার), ব্রাড হাডিন (২.৫ মিলিয়ন), গ্লেন ম্যাক্সওয়েল (২.৪ মিলিয়ন), মিচেল স্টার্ক (২.২ মিলিয়ন), জর্জ বেইলি (১.৮ মিলিয়ন), অ্যারন ফিঞ্চ (১.৮ মিলিয়ন), ব্রেট লি (১.৫ মিলিয়ন) ও মাইক হাসি ১.৪ মিলিয়ন ডলার আয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘন্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।