ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটে-বলে ‘সুপার’ সাকিব

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
ব্যাটে-বলে ‘সুপার’ সাকিব

ঢাকা: ২০১৪ সালের কথা। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ তখন শেষ।

ওয়ানডে সিরিজ শুরুর অপেক্ষায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিরিজ শুরুর আগের দিন জিম্বাবুয়ে দলের প্রতিণিধি হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির কোচ স্টিফেন ম্যাঙ্গোঙ্গো। নিজ দল নিয়ে তেমন কিছুই বলার থাকলো না তার।

তার বন্দনায় কেবলই সাকিব আল হাসান! দেড় মিনিটের বাইটে পাঁচবার উচ্চারণ করলেন সাকিবের নাম। শুধু তাই নয়; সাকিবের নামের সঙ্গে বিশেষন জুড়ে বার বার উচ্চারণ ‘সুপার’ সাকিব। এরপর আর কেউ হয়তো ‘সুপার সাকিব’ বলে ডাকেনি এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। তবে সাকিব যে আসলেই ‘সুপার’ সাকিব -তা প্রমাণ করলেন বিশ্বকাপের প্রথম ম্যাচে। ব্যাটে-বলে সাকিবের অসাধারণ পারফরম্যান্সে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের বড় জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ।  

প্রস্তুতি ম্যাচে সাকিবের ব্যাটে রান না দেখে অনেকেই বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে কার্পন্য করেছিলেন। তবে বড় ক্রিকেটাররা সাজানো-গুছানো মঞ্চেই নিজেকে উপস্থাপন করতে ভালোবাসেন। সাকিবও তাই করলেন। আফগানদের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে জ্বলে উঠলেন ব্যাটে-বলে।

দলীয় ১১৯ রানে সৌম্য সরকারের বিদায়ের পর পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ইনিংসের ২৬ ওভার পেরিয়ে যাওয়ায় একই ‍সঙ্গে রানের চাকা সচল রাখা ও উইকেটে আগলে খেলার কঠিন চাপ নিয়ে ব্যাটিং শুরু করেন সাকিব। প্রথম বলেই লেগ স্টাম্পে বল পেয়ে সেটিকে বাউন্ডারিতে পরিনত করেন এ অলরাউন্ডার। এরপর প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। মাইলফলক স্পর্শ করতে এ ম্যাচে ২৩ রান প্রয়োজন ছিল তার।

দলকে ভালো অবস্থানে রেখে ব্যক্তিগত ৬৩ রান করে আউট হন এ বাঁহাতি ব্যাটসম্যান। আউট হওয়ার আগে তিনি ৫১ বল খেলে একটি ছয়ের সঙ্গে ৬টি চার হাঁকান।

বোলিংয়েও আজ সফল ছিলেন সাকিব আল হাসান। প্রতিপক্ষের দুটি উইকেট ঝুলিতে পুরেছেন তিনি।

স্টার স্পোর্টর্স-২ টিভি চ্যানেলের ধারাভাষ্যকাররাও আজ সাকিবের বন্দনায় মুখর ছিলেন। রমিজ রাজা-গাভাস্কার, রাসেল আরনল্ড-হার্শা বোগলেরা সাকিব, বাংলাদেশ দল ও সমর্থকদের প্রশংসা করেই কমেন্ট্রিবক্সে বেশি সময় পার করেছেন। এ ম্যাচে ধারাভাষ্যকারদের মাঝে একটু বেশিই উচ্ছ্বাস দেখা গেল। আর সেটা বিশ্বসেরা অলরাউন্ডারের ম্যাচ বলেই হয়তো! 

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।