ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে সেরা রোহিত-মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ওয়ানডে সেরা রোহিত-মালিঙ্গা রোহিত শর্মা ও লাসিথ মালিঙ্গা

ঢাকা: ইএসপিএন ক্রিকইনফো’র অষ্টম বার্ষিক পুরস্কার বিতরণীতে গত বছরের সেরা ওডিআই ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন ভারতের রোহিত শর্মা। সেরা বোলার হয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।



টেস্টের সেরা ব্যাটসম্যানের অ্যাওয়ার্ড জিতেছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। সেরা টেস্ট বোলার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল জনসন।

গত বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১১৬ রানের ইনিংসের কল্যাণে সেরা ব্যাটসম্যান হয়েছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। একই টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র তিন রানের বিনিময়ে পাঁচ উইকেট লাভ করায় টি-টোয়েন্টির সেরা বোলার হয়েছেন শ্রীলঙ্কান স্পিন বোলার রঙ্গনা হেরাথ।

ওয়েলিংটনে গত বছর ভারতের বিপেক্ষ ম্যাচ বাঁচানো ৩০২ রানের ইনিংসের কল্যাণে ম্যাককালাম সেরা ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হন। অপরদিকে, সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৮ রানে সাত উইকেট নেওয়ার পুরস্কার স্বরুপ সেরা টেস্ট বোলার নির্বাচিত হন জনসন।

ইডেন গার্ডেনস এ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের একক সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন রোহিত শর্মা। ২৬৪ রানের ঐতিহাসিক ইনিংসের কল্যাণে গত বছরের সেরা ওয়ানডে ব্যাটসম্যানের স্বীকৃতি অর্জন করেন এই ডানহাতি ব্যাটসম্যান।

গত বছর ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান পাঁচ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে। লঙ্কান বোলারদের মধ্যে পাঁচটি উইকেটই নিয়েছেন মালিঙ্গা। শিরোপা নির্ধারনী ম্যাচে এরুপ পারফরম্যান্সের জন্য তাকে সেরা বোলার নির্বাচন করা হয়েছে। ঐ ম্যাচে ২২ বল হাতে রেখে পাঁচ উইকেটে জয় তুলে নেয় লঙ্কানরা।

প্রতি বছর ইএসপিএন ক্রিকইনফো’র পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরমেটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। ২০১৪ সালের সেরা ক্রিকেটার নির্বাচনের দায়িত্ব পান রিকি পন্টিং, ইয়ান চ্যাপেল, মার্টিন ক্রো, মাইকেল হোল্ডিং, গ্রায়েম স্মিথ, ড্যারিল কালিনান ও মার্ক বাউচার। এছাড়াও ইএসপিএন ক্রিকইনফো’র সিনিয়র লেখক ও এডিটররা নির্বাচক মন্ডলীর দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।