ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসির হল অব ফেমে কুম্বলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
আইসিসির হল অব ফেমে কুম্বলে অনিল কুম্বলে

ঢাকা: ভারতের সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে এক অনন্য সম্মানে ভূষিত হয়েছেন। ৭৭তম ক্রিকেটার হিসেবে ‘আইসিসি ক্রিকেট হল অব ফেম’এ জায়গা করে নিয়েছেন ভারতের হয়ে টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি এ বোলার।



ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে সম্মানজনক এ তালিকায় স্থান করে নিয়েছেন কুম্বলে। এর আগে সুনীল গাভাস্কার, কপিল দেব ও বিশান সিং বেদিকে ২০০৯ সালে এই মর্যাদা দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেটের কিংবদন্তিদের সম্মানজনক এই তালিকায় যুক্ত করা হয়।

তবে, এখনই পুরোপুরি স্বীকৃতি পাচ্ছেন না কুম্বলে। তাকে বিশ্বকাপের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মেলবোর্নে অনুষ্ঠিতব্য আগামী রোববারের ম্যাচে ইনিংস বিরতির সময় কুম্বলের হাতে স্মারক ক্যাপ তুলে দেওয়া হবে। এর মধ্য দিয়েই হল অব ফেমের পরিপূর্ণ সদস্য হবেন ভারতের এই কিংবদন্তি বোলার।

কুম্বলে বলেন, ‘আইসিসি ক্রিকেট হল অব ফেম’র অংশ হতে পেরে আমি ভীষন গর্বিত। বিশেষ করে বিশ্বকাপ চলাকালীন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্মারক ক্যাপ গ্রহন করাটা হবে আমার ক্যারিয়ারের বিশেষ একটি মুহূর্ত। কিংবদন্তি ক্রিকেটারদের পাশে থাকতে পেরে আমি খুবই সম্মানিত। ’

উল্লেখ্য, কুম্বলে বর্তমানে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। এছাড়াও তিনি আইপিএল’র দল মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান পরামর্শদাতার দায়িত্বে আছেন।

ভারতের হয়ে ১৩২টি টেস্টে ৬১৯ উইকেট এবং ২৭১টি ওয়ানডেতে ৩৩৭ উইকেট লাভ করেছেন ডানহাতি স্পিনার কুম্বলে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।