ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনিংস ও ১৮৩ রানে খুলনার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ইনিংস ও ১৮৩ রানে খুলনার জয়

ঢাকা: ১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগকে ইনিংস ও ১৮৩ রানের ব্যবধানে হারিয়েছে খুলনা বিভাগ। আগের দিনের করা দুই উইকেটে ৬১ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের ব্যাটিং শুরু করে রাজশাহী বিভাগ।



বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আব্দুর রাজ্জাকের স্পিন জাদুতে মাত্র ১৫২ রানে গুটিয়ে যায় রাজশাহী। শেষ ৮২ রানে আট উইকেট হারায় দলটি। মায়শুকুর রহমান সর্বোচ্চ ৪৭ রান করেন।

খুলনার আব্দুর রাজ্জাক পাঁচটি উইকেট দখল করেন। এছাড়া তিনটি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।

উল্লেখ্য, তুষার ইমরানের অপরাজিত ডাবল সেঞ্চুরি (২০৩) ও জিয়াউর রহমানের সেঞ্চুরিতে (১৬৪) ছয়  উইকেটে ৫৬০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল খুলনা বিভাগ। জবাবে ২২৫ রানে শেষ হয়েছিল রাজশাহী বিভাগের প্রথম ইনিংস।

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে খুলনা-রাজশাহীর ম্যাচ জয়-পরাজয়ে সমাপ্তি ঘটলেও দিনের বাকি তিনটি ম্যাচই নিষ্প্রান ড্র হয়েছে।

বুধবার রাতে বৃষ্টির প্রভাবে মাঠ ভেজা থাকায় দেরিতে শুরু হয় ঢাকা বিভাগ ও সিলেট বিভাগের ম্যাচ। ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা জাগালেও চতুর্থ দিনের খেলা দেরিতে শুরু হওয়ায় কপাল পোড়ে সিলেটের।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগের দিনের তিন উইকেটে ৮৩ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে এদিন আরো দুই উইকেট হারিয়ে ৯২ রান যোগ করে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ১৭৫ রান করার পর ম্যাচটি ড্র হয়ে যায়। শেষ দিনে মাত্র ৪৫ ওভারের খেলা মাঠে গড়িয়েছে।

উল্লেখ্য, রাজিন সালেহ ও অলক কাপালির জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫০০ রান করে সিলেট বিভাগ। জবাবে ২০২ রানেই থেমে যায় ঢাকা বিভাগের প্রথম ইনিংস।

এছাড়াও বিকেএসপির তিন নম্বর মাঠে রংপুর-বরিশাল ও বিকেএসপির দুই নম্বর মাঠে অনুষ্ঠিত চট্টগ্রাম ও ঢাকা মেট্টোর মধ্যকার ম্যাচ দুটিও নিষ্প্রান ড্র হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।