ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিয়ার সেরা বোলিং সাউদির

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
ক্যারিয়ার সেরা বোলিং সাউদির

বিশ্বকাপ শুরুর আগে ক্রিকেট বোদ্ধারা তাদের বিশ্লেষণে লিখেছিলেন, এবারের বিশ্বকাপে পেসাররা রাজত্ব করবে। তবে প্রথম কয়েকটি খেলায় তা মনে না হলেও ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে সেটা ঠিকই প্রমাণ হলো।



কিউই বোলার টিম সাউদির কাছে নস্তানাবুদ হতে হল ইংলিশদের। সাউদির একাই নিয়েছেন ৭ উইকেট। এটা তার ক্যারিয়ার সেরা বোলিং এবং নিউজিল্যান্ডের হয়ে কোনো বোলারের এটাই সর্বোচ্চ উইকেট।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ওয়েলিংটনের বাংলাদেশ সময় সকাল ৭টায় এ ম্যাচটি শুরু হয়। সাউদি ঝড়ে ১২৩ রানে থেমে যায় ইংলিশদের ম্যাচ। এখন দেখার বিষয় এর পাল্টা জবাব ফিন কিভাবে দেবেন।

এ আসরে তৃতীয় কোনো বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেটে শিকার করলেন নিউজিল্যান্ডের টিম সাউদি। শুক্রবার ওয়ালিংটনের অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ওভার বল করে ৩৩ রান দিয়ে ইংলিশদের ৭টি উইকেট তুলে নেন।

এর আগে পাকিস্তানের হারিস সোহাইল ভারতের বিপক্ষে এবং ইংল্যান্ডের ট্রুয়ার্ড ফিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট করে নিয়েছেন।  

ওয়েলিংটনে  বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির গতি এবং সুইংয়ে বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ড।   এ কিউই পেসারে সাত উইকেট বিশ্বকাপে কোন বোলারের  সেরা বোলিংয়ের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে।
 
তবে ২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ১৫ রান দিয়ে সাত উইকেট নিয়ে এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা। একই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ২০ রানে সাত উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এন্ডি বিকেল।
 
তবে গ্লেন ম্যাকগ্রা, এন্ডি বিকেল এবং টিম সাউদি ছাড়াও বিশ্বকাপ মঞ্চে সাত উইকেট পেয়েছেন ক্যারিবীয় পেসার উইস্টন ডেভিস। তিনি ১৯৮৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩ রানে নিয়েছিলেন সাত উইকেট।
 
বিশ্বকাপে এ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেরা বোলিংয়ের চারটি রেকর্ড হলো।   এর আগে ১৯৭৫  সালে প্রথম বিশ্বকাপ আসরে অজি পেসার গিলমোর ১৪ রানে ছয় উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন ইংলিশদের। ২০০৩ সালে ভারতের আশীষ নেহারা একই প্রতিপক্ষের বিপক্ষে ২৩ রানে নিয়েছিলেন ছয় উইকেট।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।