ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পয়েন্ট ভাগাভাগিতে অখুশি টাইগাররা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
পয়েন্ট ভাগাভাগিতে অখুশি টাইগাররা

পূর্ণ পয়েন্ট নিয়ে জেতার ইচ্ছা ছিল টাইগার দলপতির। তেমনটাই জানিয়েছিলেন শুক্রবারের সংবাদ সম্মেলনে।

কিন্তু ব্রিসবেনের বেরসিক বৃষ্টির বাংলাদেশের সেই সম্ভাবনার দুয়ারে দেয়াল হয়ে দাঁড়াল। এতে মোটেও খুশি নন বাংলাদেশদলসহ কোটি টাইগার ভক্ত।

আফগানিস্তানের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস থেকেই এ ম্যাচেও প্রত্যাশা ছিল অনেক বেশি। এর আগে অস্ট্রেলিয়াকে হারানো অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের।

কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচ মাঠ না গড়ানোয় পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়। বিশ্বকাপের ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড, দ্বিতীয় অস্ট্রেয়িলয়া এবং বাংলাদেশের অবস্থান তৃত্বীয় স্থানে।

গত দু’দিন ধরে অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় মার্শিয়ার প্রভাবে টানা বৃষ্টিপাত হচ্ছে। এজন্য ঠিকভাবে অনুশীলনও করেত পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয় দল ইনডোরে অনুশীলন করেছে।

ইনজুরি কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে অজি অধিনায় মাইকেল ক্লার্কের মাঠে নামার কথা ছিল।

আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানিয়েছিলেন, শুধু এক পয়েন্টের জন্য নয় মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে দল।

শুক্রবার মাশরাফি বলেছিলেন, ‘আমরা ম্যাচটি খেলতে চাই, না খেলে এক পয়েন্ট নিতে চাই না। এটা নেতিবাচক চিন্তা। আর পয়েন্টের কথা যেটা বললেন, সে ক্ষেত্রে পুরো খেলা হলে কি হবে কেউ বলতে পারেনা। আমরা চাই ম্যাচটা হোক এ ম্যাচে ভালো খেলতে পারলে পরের ম্যাচগুলোতে সেই আত্মবিশ্বাস কাজে লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।