ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউই পাখির ঝাপ্টায় উড়ে গেল ইংলিশরা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
কিউই পাখির ঝাপ্টায় উড়ে গেল ইংলিশরা

ঢাকা: হ্যারিকেন মার্সিয়া আঘাত হানার কথা অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার খেলা হবে কিনা এ নিয়ে দুঃশ্চিন্তার শেষ নেই।

কিন্তু মার্সিয়া ঝড়ের আগে ব্রিসবেন থেকে ৪০০ কিলোমিটার দূরে ওয়েলিংটনে ইংলিশ ব্যাটস্যমানেরা বিধ্বস্ত হলো কিউই পেসার টিম সাউদির গতি ঝড়ে। সাউদি ঝড়ের পরে নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল এবং ব্র্যান্ডন ম্যাককালাম ব্যাটে ঝড় তুলতে শেষ পর্যন্ত  আট উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হলো ইংল্যান্ডকে।

নিউজিল্যান্ডের পেসার সাউদি ৩৩ রানে সাত উইকেট নিলে ইংল্যান্ড ৩৩.২ ওভারেই ১২৩ রানের অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ১২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

ব্যাটিং উইকেটেই সাউদি ঝড়
ইংলিশ অধিনায়ক টসে জিতে ব্যাটিং বেছে নিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি। উদ্দেশ্য ছিল স্কোরে বোর্ডে ভালো রান জমা করে স্বাগতিকদের চাপে ফেলা। কিন্তু ব্যাটিং সহায়ক উইকেটেই ঝড় তুললেন কিউই পেসার টিম সাউদি! দলীয় ১৮ রানের মাথায় এক ইনসুইঙ্গারে বোল্ড হয়ে ফিরে যান ইংলিশ ওপেনার ইয়ান বেল। এরপর দলীয় ৩৬ রানের মাথায় আরেক ওপেনার মঈন আলীও সাউদির ইনসুইং ইয়র্কারে বোল্ড হয়ে ফিরে যান। দলীয় ৫৭ রানের মাথায় ট্রেন্ট বোল্ট গ্যারি ব্যালান্সের উইকেট তুলে নিলে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড।

মরগান এবং রুটে রক্ষার চেষ্টা ইংল্যান্ড
ইয়োন মরগান এবং জো রুট ৪৭ রানের পার্টানারশিপ গড়ে পরিস্থিতি সামালে দেওয়ার চেষ্টা করেন। এ দুই ব্যাটসম্যানের সাবলীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল ইংল্যান্ড। তবে দলীয় ১০৪ রানের মাথায় ড্যানিয়েল ভেট্টরি মরগানের উইকেট তুলে নিলে চতুর্থ উইকেট হারায় ইংলিশরা।

সাউদির চুড়ান্ত আঘাত
এরপরই টিম সাউদি চূড়ান্ত আঘাত হানেন। তার দ্বিতীয় স্পেলে তিনি একে একে জেমস টেইলর, জোস বাটলার, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড এবং স্টিফেন ফিনের উইকেট তুলে নিলে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে ইংলিশদের ব্যাটিং লাইন আপ। শেষ ব্যাটসম্যান হিসেবে জো রুট মিলনের বলে ভেট্টরির হাতে ধরা পড়লে ইনিংসের ১০০ বল আগেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড।

কিউই ওপেনারদের ঝড়ে উড়ে গেল ইংলিশ বোলাররা
দ্রুত ইংলিশদের ইনিংস শেষ হয়ে যাওয়া মধ্যাহ্ন বিরতির আগেই মাঠে নামে নিউজিল্যান্ড। ১২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্রান্ডন ম্যাককালাম এবং মার্টিন গাপটিল ৪৩ বলে ১০৫ রানের ওপেনিং পার্টনারশিপ গড়লে মধ্যাহ্ন বিরতির আগেই জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। আট চার এবং সাত ছয়ে ২৫ বলে ৭৭ রান করে ক্রিস ওকের বলে বোল্ড হয়ে ফিরে যান অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। এরপর নয় ওভারে এক উইকেটে ১১২ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় কিউইরা।

কিউইরা জয় পেল কিছুটা বিলম্বে
মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় বলে আরেক ওপেনার গাপটিল ২২ রান করে ক্রিস ওকের বলে বোল্ড হলে ১১২ রানেই দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে কেইন উইলিয়ামসন এবং রস টেইলর ২২৬ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে দেয় স্বাগতিকদের।

ফিনের উপর দিয়ে বয়ে গেল ম্যাককালাম ঝড়
ইংলিশ পেসার স্টিফেন ফিনের উপর দিয়ে বয়ে গেছে ম্যাককালাম ঝড়টা। ফিন দুই ওভার বল করে দিয়েছেন ৪৯ রান। তার করা প্রথম ওভারে দেন ২০, দ্বিতীয় ওভারে দেন ২৯ রান।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

** নিজের রেকর্ড ভাঙলেন ম্যাককালাম
** সাউদি-ম্যাককালাম ঝড়ে কুপোকাত ইংলিশরা
** অবশেষে থামল ম্যাককালাম ঝড়
** ম্যাককালামের ব্যাটিং তাণ্ডব
** ব্যাটিংয়ে নেমেছে ব্লাকক্যাপসরা
** সাউদির ঝড়ে ১২৩ রানে অলআউট ইংলিশরা
** থামেনি সাউদির ঝড় দিশেহারা ইংলিশরা
** সাউদির ঝড়ে বিপর্যয়ে ইংলিশরা
** পারলেন না মরগান, ফিরলেন টেইলর
** রানের জন্য সংগ্রাম করছেন মরগান
** সাউদির পর বোল্টের আঘাত
** ইংলিশ শিবিরে আবারো সাউদির আঘাত
** সাজঘরে ফিরলেন বেল
** ব্যাটিংয়ে নেমেছে ইংলিশ ওপেনাররা
** টস জিতে ব্যাটিংয়ে  ইংলিশরা
** ফুরফুরে কিউইদের মুখোমুখি ধুঁকতে থাকা ইংলিশরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।