ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেমিফাইনাল খেলবে ভারত: সৌরভ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
সেমিফাইনাল খেলবে ভারত: সৌরভ

ঢাকা: ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বিশ্বাস করেন এবারের বিশ্বকাপে ভারতীয় দল সেমিফাইনাল খেলবে।

সৌরভ মনে করেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যদি  তার দলকে উজ্জীবিত রাখতে পারে তাহলে তাদের ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়েরও সম্ভাবনা রয়েছে।

 

৪২ বছর বয়সি সাবেক এই ক্রিকেটার  যোগ করেন,  ‘এবারকার ভারতীয় দলে বেশ কিছু ম্যাচ উইনার রয়েছে। তাদের মধ্যে রোহিত শর্মার প্রশংসা করেন সৌরভ।

ত্রিদেশিয় সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত শর্মার ১০০ রানের ইনিংসটির কথা মনে করিয়ে দেন তিনি

‘এটা ভালো দিক ভারতের জন্য- কোনো একজন ক্রিকেটারের উপর ভরসা রাথতে হচ্ছে না। ’

তিনি আরো বলেন, ভারত লম্বা সময় ধরে অস্ট্রেলিয়াতে অবস্থান করছে। ফলে অনেক দেশের চেয়ে এগিয়ে থাকার কথা ভারতীয়দের ।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দী পাকিস্তানকে ৭৬ রানে হারিয়ে শুভ সূচণা করে ধোনির দল। আগামিকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে ভারত।

সৌরভ পুর্বানুমান করে বলেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার সাথে ভারতও সেমিফাইনালে পৌঁছাবে। ’

বাংলাদেশ সময় ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।