ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্রিসবেনে কি ফিরবে কার্ডিফ স্মৃতি!

তৌহিদুল আলম, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
ব্রিসবেনে কি ফিরবে কার্ডিফ স্মৃতি!

ঢাকা: ঘূর্ণিঝড় মার্সিয়া ও লামের আঘাতে অঝোরে কাঁদছে ব্রিসবেনের আকাশ। আবহাওয়ার পূর্বাভাসেও নেই বৃষ্টি থামার খবর।

ইতোমধ্যে ব্রিসবেনে বাতিল হয়েছে একটি ফুটবল ম্যাচ, একটি রাগবি ম্যাচও বাতিল হওয়ার পথে। যেখানে ফুটবল ও রাগবি ম্যাচ মাঠে গড়াচ্ছে না সেখানে অস্ট্রেলিয়া-বাংলাদেশের ক্রিকেট ম্যাচ মাঠে গড়াবে সে আশা দ‍ুরুহ।

বৈরী পরিবেশ উপেক্ষা করেই মাঠে নামতে মরিয়‍া বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। অন্যদিকে ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কও রয়েছেন ফেরার অপেক্ষায়। দু’দলের দুই অধিনায়কের আরো এক জায়গায় রয়েছে মিল। তারা দুজনই ছিলেন দশ বছর আগে কার্ডিফের সেই ঐতিহাসিক ম্যাচে। সেবারই ক্যাঙ্গারুদের বধের স্বাদ পেয়েছিল টাইগাররা।

ম্যাচটিতে মাশরাফির প্রথম স্পেলের বোলিং অ্যানালাইসিস ছিলো ৬-২-৫-১। গিলক্রিস্টের উইকেট তুলে নিয়ে বুঝিয়ে দিয়েছিলেন ছোট করে দেখার উপায় নেই টাইগারদের। ওই ম্যাচে ক্লার্কও খেলেছিলেন ৫৪ রানের একটি সুন্দর ইনিংস। দুজনই কার্ডিফ স্মৃতি ভিন্নভাবে বয়ে বেড়ান আজও।

তবে মাশরাফি চান কার্ডিফের পুনরাবৃত্তি আর মাইকেল ক্লার্ক চাইছেন তার উল্টো।

ব্রিসবেনের গ্যাবা স্টেডিয়াম বিশ্বের পেসারবান্ধব উইকেটের অন্যতম। যদি খেলা মাঠে গড়ায় তাহলে চার জন পেসার নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।   সে ক্ষেত্রে জনসন-স্টার্ক-মার্শদের আগুনে গোলার সামনে কঠিন পরীক্ষা দিতেই হবে বাংলাদেশি ব্যাটসম্যানদের।

আর যদি বৃষ্টির কারণে খেলার দৈর্ঘ্য কমে আসে তবে মূল একাদশ কেমন হবে তা নিয়ে বিপাকে রয়েছেন দুই অধিনায়ক।

ব্রিসবেনে কার্ডিফের স্মৃতি ফিরবে কি না তা ম্যাচ গড়ালেই জানা যাবে। এখন তার চেয়েও বড় প্রশ্ন- ব্রিসবেনের আকাশ কি হাসবে, বল কি মাঠে গড়াবে?

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।