ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিধ্বস্ত দু’দলের ঘুরে দাঁড়ানোর লড়াই

তৌহিদুল আলম, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
বিধ্বস্ত দু’দলের ঘুরে দাঁড়ানোর লড়াই

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান। পুল-বি এর এই দু’দলই নিজেদের প্রথম ম্যাচে হারায় জয়ের জন্য মরিয়া হয়ে লড়ার প্রস্তুতি নিচ্ছে।

সময়ের দুই সেরা স্পিনার সুনীল নারায়ণ এবং মোহাম্মদ আজমলের লড়াইয়ের মঞ্চ হতে পারতো ম্যাচটি, কিন্তু দু’দলই তাদের সেরা অস্ত্র হারিয়ে ধুঁকছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর রাত ৪টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর বেশ এলোমেলো হয়ে পড়েছে ক্যারিবীয়রা। অন্যদিকে বিশ্বকাপ মঞ্চে ভারতের কাছে ষষ্ঠবারের হারের ধাক্কা সামলে উঠতে পারেনি পাকিস্তান। মিসবাহদের নিয়ে পাকিস্তান জুড়ে চলছে সমালোচনার ঝড়। অন্যদিকে ক্রিকেট সমালোচকদের তীরে বিদ্ধ হচ্ছেন গেইল-স্যামিরা।  

পাকিস্তানের জন্যে নতুন সমস্যা হয়ে দেখা দিয়েছে গৃহবিবাদ। তারকা ক্রিকেটার আফ্রিদি ও উদ্বোধনী ব্যাটসম্যান শেহজাদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ এনেছেন ফিল্ডিং কোচ লুডেন। সব মিলিয়ে পরাজয়ের বৃত্ত থেকে বের হয়ে আসতে মিসবাহর দলকে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে।

অন্যদিকে ক্যারিবীয়রা দলে কোন্দল নিয়েই বিশ্বকাপ খেলতে এসেছেন।   দলের সব চাপ একাই বহন করতে হচ্ছে তরুণ এবং অনভিজ্ঞ অধিনায়ক জেসন হোল্ডারকে।

দু‘দলের সাম্প্রতিক ফর্মও যাচ্ছেতাই। সর্বশেষ ১৩টি ম্যাচের ১১টিতেই হেরেছে পাকিস্তান। অন্যদিকে সর্বশেষ ৮ ম্যাচের একটিতে মাত্র জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে ক্যারিবীয়রা। ১২৬ ম্যাচে ৬৮ বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।   অন্য দিকে পাকিস্তান জিতেছে ৫৫ ম্যাচে। মুখোমুখি লড়াইয়ের তিনটি ম্যাচ টাই হয়।


বিশ্বকাপে নয় বারের দেখায় ছয় বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ বাকি তিনবার জয়ের দেখা প‍ায় পাকিস্তান। গত বিশ্বকাপের পর এ পর্যন্ত মুখোমুখি ১১ ম্যাচের ৬ ম্যাচে জিতেছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৪টি, বাকি ম্যাচটি টাই।

পাকিস্তান খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে চমকে দেওয়ার ক্ষমতা রাখে অন্যদিকে সাম্প্রতিক পারর্ফম্যান্সের পর ঐতিহ্য রক্ষার জন্যে লড়াইটা করতেই হবে ক্যারিবীয়দের।

বাংলাদেশসময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।