ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ম্যাচ সেরা রাসেল

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ম্যাচ সেরা রাসেল সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে সেরার পুরস্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
 
ব্যাট হাতে ১৩ বলে অপরাজিত ৪২ রান এবং বল হাতে ৩৩ রানে তিন উইকেট নিয়েছেন এ অলরাউন্ডার।


 
মূলত তার ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিবীয়দের ইনিংস ৩০০ রান পেরোয়। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মিসবাহ, উমর আকমল এবং ওয়াহাব রিয়াজের উইকেট তুলে নেন এ মিডিয়াম পেসার।
 
ক্যারিয়ারের ৪৪টি ওয়ানডেতে রান করেছেন ৮৬৭ এবং বল হাতে শিকার করেছেন ৫৩ উইকেট।

২০১১ বিশ্বকাপে মোহালিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল এ অলরাউন্ডারের।
 
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।