ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভেসে গেল টাইগার-ক্যাঙ্গারু লড়াই, পয়েন্ট ভাগাভাগি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
ভেসে গেল টাইগার-ক্যাঙ্গারু লড়াই, পয়েন্ট ভাগাভাগি

ঢাকা: শঙ্কা শেষ পর্যন্ত সত্যিই হলো। অবিরাম বৃষ্টি ভাসিয়ে নিলো ব্রিসবেনের গ্যাবা স্টেডিয়ামের বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বের ম্যাচটি।

দীর্ঘ সময় অপেক্ষার পর অন্তত কাটছাঁট করেও খেলা মাঠে গড়ানোর সুযোগ না থাকায় ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর রেফারিসহ ম্যাচ সংশ্লিষ্টদের নেওয়া এ সিদ্ধান্তের ফলে টাইগার ও ক্যাঙ্গারু বাহিনী এক পয়েন্ট করে অর্জন করলো।

প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জয়ের মাধ্যমে পুরো দুই পয়েন্ট এবং এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট অর্জন করে মাশরাফি বিন মর্তুজা বাহিনী এখন পুল এ’র তৃতীয় স্থানে অবস্থান করছে।

‍অবশ্য, ম্যাচটি পরিত্যক্ত হলে অখুশি হবে বলেই জানিয়েছিলেন টাইগার অধিপতি নড়াইল এক্সপ্রেস। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ম্যাচ খেলেই পয়েন্টের ফয়সালা করতে চাই।

সে বিবেচনায় কেবল এক পয়েন্ট পাওয়ায় অখুশিই থাকতে হচ্ছে মাশরাফি শিবিরকে।

গত ক’দিন ধরেই ব্রিসবেনসহ পুরো কুইন্সল্যান্ড রাজ্যের ওপর দিয়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে বৃষ্টি। এরমধ্যে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আঘাত হানে মার্সিয়া নামে একটি ঘূর্ণিঝড়। মার্সিয়ার আঘাতে কুইন্সল্যান্ডজুড়ে অর্ধশতাধিক স্কুলসহ অসংখ্য বাড়িঘর চূর্ণ হয়ে যায়।

প্রকৃতির এই বিরূপ আচরণে শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে আইসিসির পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে আক্রান্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়, যেহেতু পুল পর্বের (প্রথম পর্বের) জন্য কোনো রিজার্ভ দিন নেই, সেহেতু কীভাবে ম্যাচটি শুরু করা যায় আমরা সেটিই ভাববো। পরিস্থিতি বিবেচনায় আইসিসির কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

এরপর শনিবার ম্যাচ সংশ্লিষ্ট ও আইসিসির কর্মকর্তারা ‍আবাহওয়া পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দফায় দফায় বৈঠক করেন। স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উভয় দলের ২০ ওভার করে খেলার সুযোগ নিশ্চিত সাপেক্ষে ম্যাচ মাঠে গড়াতে পারে। সেক্ষেত্রে অন্তত সন্ধ্যা সাড়ে ৬টার (বাংলাদেশ সময় দুপুর আড়াইটা) মধ্যে খেলা মাঠে গড়াতে হবে। তার কয়েকঘণ্টা আগে থেকেই মাঠ প্রস্তুতের কার্যক্রম শুরু করতে হবে।

কিন্তু বেলা আড়াইটার পর থেকে আবারও ঝুম বৃষ্টি নামে ব্রিসবেনজুড়ে। এ কারণে পুরো ক্রিকেট মাঠ কাভারে ঢেকে দেন গ্রাউন্ডসম্যানরা। তবু ভারী বৃষ্টিপাত ‍মাঠকে খেলার অনুপযোগী করে তোলে। এই প্রেক্ষিতে ম্যাচ রেফারিসহ সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়, বিকেল সাড়ে ৪টার পর (বাংলাদেশ সময় সাড়ে ১২টার পর) পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

অনেক আশাবাদের পরও বৃষ্টির মাত্রা অতিরিক্ত হয়ে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত করতে বাধ্য হন রেফারি।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

** ব্রিসবেনে ঝুম বৃষ্টি, মিইয়ে যাচ্ছে খেলার সম্ভাবনা
** টিকেটের মূল্য ফেরত দেওয়া হবে, যদি...
** সম্ভাবনা জিইয়ে থাকছে দুপুর আড়াইটা পর্যন্ত
** জিইয়ে আছে টাইগার-ক্যাঙ্গারু লড়াইয়ের সম্ভাবনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।