ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই ম্যাচ জন্য মাঠের বাইরে ব্রাভো

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
দুই ম্যাচ জন্য মাঠের বাইরে ব্রাভো ছবি: সংগৃহীত

ঢাকা: হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে দুই ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকে। এর আগে ক্রাইসচার্চে পাকিস্তানের বিপক্ষে ৪৯ রানে ব্যাটিং করার সময় ইনজুরিতে পড়ে মাঠ ত্যাগ করেন এ বাঁহাতি ব্যাটসম্যান।



আগামী মঙ্গলবার ক্যানাবেরায় জিম্বাবুয়ে ও শুক্রবার সিডনীতে দক্ষিন আফ্রিকার বিপক্ষে লড়বে ক্যারিবীয়রা। আর এ দুটি ম্যাচেই মাঠের বাইরে থাকার সম্ভাবনা রয়েছে ব্র্যান লারার ক্লোন খ্যান এ ক্রিকেটারের।

তবে এরপর ক্যারিবীয়রা প্রায় এক সপ্তাহের বিরতির পর ভারতের বিপক্ষে ওয়াকাতে লড়বে। ততদিনে পূর্ণ চিকিৎসা সেরে আবারো মাঠে নামতে পারেন ব্রাভো।

এদিন ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের বিপক্ষে ১৫০ রানের বিশাল জয় পায়। দলটি প্রথমে ব্যাটিং করে ছয় উইকেট হারিয়ে ৩১০ রান তুললে পাকিস্তান ১৬০ রানেই নিজেদের সব উইকেট হারায়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।