ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আসগর আউট, নবী ইন

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
আসগর আউট, নবী ইন

ঢাকা: ব্যক্তিগত ৫৪ রান করে সাজঘরে ফিরে গেছেন আসগর স্তানিকজাই। দলীয় ১২৮ রানে রঙ্গনা হেরাথের বলে মেন্ডিসের হাতে ক্যাচ দেন এ হাফসেঞ্চুরিয়ান।

আসগরের বিদায়ে আফগানিস্তান দল তাদের তৃতীয় উইকেট হারিয়েছে। এ প্রতিবেদন লেখা অবধি আফগানদের সংগ্রহ ৩০ ওভারে তিন উইকেটে ১৪১ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।

সামিউল্লাহ ‍সানওয়ারি ৩৪ ও মোহাম্মদ নবী ৭ রান নিয়ে অপরাজিত আছেন।

জাভেদ আহমাদি ও নওরোজ মন্ডল মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩৪ রান। ব্যক্তিগত ১০ রান করে নওরোজ মন্ডল ফিরে যাওয়ার পর দলীয় ৪০ রানে লাকমালের বলে উইকেট দেন জাভেদ আহমাদি (২৪)।

বিশ্বকাপের পুল ‘এ’র ম্যাচে শ্রীলংকার বিপক্ষে প্রথম উইকেট হারিয়েছে আফগানিস্তান।   
এটি একাদশতম বিশ্বকাপ আসরের দ্বাদশতম ম্যাচ।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

** বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম হাফসেঞ্চুরিয়ান আসগর
** লংকানদের বিপক্ষে পজিটিভ আফগানিস্তান
** আফগান শিবিরে প্রথম আঘাত হানলেন ম্যাথুস
** মেডেন ওভারে শুরু মালিঙ্গার
** টস জিতে বোলিংয়ে শ্রীলংকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।