ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলংকার টার্গেট ২৩৩

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
শ্রীলংকার টার্গেট ২৩৩ ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের পুল ‘এ’র ম্যাচে শ্রীলংকাকে ২৩৩ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। রোববার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে ২৩২ রানে অলআউট হয় আফগানরা।



ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের দুই ওপেনার  জাভেদ আহমাদি ও নওরোজ মন্ডল মিলে যোগ করেন ৩৪ রান। ব্যক্তিগত ১০ রান করে নওরোজ মন্ডল ফিরে যাওয়ার পর দলীয় ৪০ রানে লাকমালের বলে উইকেট দেন জাভেদ আহমাদি (২৪)।

ব্যক্তিগত ৫৪ রান করে সাজঘরে ফেরেন আসগর স্তানিকজাই। দলীয় ১২৮ রানে রঙ্গনা হেরাথের বলে মেন্ডিসের হাতে ক্যাচ দেন এ হাফসেঞ্চুরিয়ান। আসগরের বিদায়ে আফগানিস্তান দল তাদের তৃতীয় উইকেট হারায়। ৩৮ রান করার পর সামিউল্লাহ সানওয়ারি পেরেরাকে উইকেট দেন।

৩৬তম ওভারে দ্বিতীয় স্পেলে বোলিংয়ে আসা লাসিথ মালিঙ্গার বলে সরাসরি বোল্ড আউট হয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। দলীয় ১৬৯ রানে ব্যক্তিগত ২১ রান করে আউট  হন তিনি। দুটি চার ও একটি ছক্কায় সাজানো তার ইনিংসটি।

ব্যাটিং পাওয়ার প্লে-র প্রথম ওভারে মোহাম্মদ নবীর উইকেট হারিয়ে শুরু। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। পাওয়ার প্লে-তে আরো একটি উইকেট হারিয়ে পাঁচ ওভারে আফগানরা তুলতে পারে মাত্র ১০ রান। পাওয়ার প্লে-র ওভার শেষ হলে দ্রুত রান তুলতে গিয়ে ইনিংসের দুই বল বাকি থাকতেই অলআউট হয়ে যায়ি আফগানিস্তান।

অ্যাঞ্জেলো ম্যাথুস ও লাসিথ মালিঙ্গা তিনটি করে উইকেট নিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

** পাওয়ার-প্লে থামিয়ে দিল আফগানদের রানের চাকা
** মালিঙ্গার বলে বোল্ড নবী
** আসগর আউট, নবী ইন
** বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম হাফসেঞ্চুরিয়ান আসগর
** লংকানদের বিপক্ষে পজিটিভ আফগানিস্তান
** আফগান শিবিরে প্রথম আঘাত হানলেন ম্যাথুস
** মেডেন ওভারে শুরু মালিঙ্গার
** টস জিতে বোলিংয়ে শ্রীলংকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।