ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শৃঙ্খলা-ভঙ্গে ফেরত পাঠানো হতে পারে আল আমিনকে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
শৃঙ্খলা-ভঙ্গে ফেরত পাঠানো হতে পারে আল আমিনকে আল আমিন হোসেন

ঢাকা: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠায় দেশে ফেরত পাঠানো হতে পারে বাংলাদেশ দলের পেসার আল আমিন হোসেনকে।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলমান বিশ্বকাপের টাইগার দলের ম্যানেজম্যান্ট সূত্র থেকে বিষয়টি জানা গেছে।



এই বিষয়ে প্রধান নির্বাচক ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, আল আমিন ওখানে কী করেছেন আমরা জানি না। ডিসিপ্লিনের বিষয়টি আমরা দেখি না। তবে তার রিপ্লেসমেন্ট চাইলে তা আমরা পাঠাবো।

আল আমিনকে যদি দেশে ফেরত পাঠানো হয়, তাহলে তার জায়গায় কাকে পাঠানো হবে- এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, আগে পাঠানো হোক, এখনই তা বলা যাবে না। তবে একজন পেসারের পরিবর্তে আরেকজন পেসার যাবেন এইটুকু বলতে পারি।

শফিউল ইসলামকে স্ট্যান্ডবাই রেখে বিশ্বকাপ দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। আল আমিনকে যদি দেশে ফিরতেই হয়- সেক্ষেত্রে শফিউলের বিশ্বকাপ ভাগ্য খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।