ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: ব্যাটিং বিপর্যয়ে পড়েছে জিম্বাবুয়ে। দলীয় ৮১ রানে তাদের তিন উইকেট পড়েছে।

১৪ ওভার থেকে তারা এ রান সংগ্রহ করেছে। টেইলর ২৭ ও উইলিয়ামসন ১০ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় ইনিংসে ক্রিস গেইল ঝড়ে চাপা পড়ে রানের পাহাড় মাথায় নিয়ে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে ২.৩ ওভার হতেই থেমে যায় ম্যাচটি। সে সময় এক উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১৮ রান। ইনিংসের দ্বিতীয় ওভারে জেসন হোল্ডার এলবির ফাঁদে ফেলে চাকাভাকে সাজঘরে ফেরান।

বৃষ্টির পর পুনরায় খেলা শুরু হলে জিম্বাবুয়ের সামনে নতুন টার্গেট দাঁড়ায়। জিততে হলে ৪৮ ওভারে ৩৬৩ রান করতে হবে জিম্বাবুয়েকে।

বৃষ্টির পর খেলা শুরু হলে দলীয় ২৬ রানে মাসাকাদজাকে এলবি’র ফাঁদে ফেলেন জেরম টেইলর। আর দলীয় ৪৬ রানে সাজঘেরে ফেরেন ২৬ রান করা সিকান্দার রাজা।

ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩৭৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে জিম্বাবুয়ের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন রেগিস চাকাভা এবং সিকান্দার রাজা।

এর আগে টস জিতে ব্যাটিং করে জিম্বাবুয়ের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে দুই উইকেট হারিয়ে ৩৭২ রান। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ডোয়াইন স্মিথ আউট হলে গেইল আর স্যামুয়েলস ৩৭২ রানের পার্টনারশিপের রেকর্ড গড়ে দলকে অনণ্য এক উচ্চতায় তুলে দেন।

ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ক্যারিবীয় ব্যাটিং তারকা ক্রিস গেইল তার ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ২১৫ রান করেন। এছাড়া বিশ্বকাপের নতুন ইতিহাস তৈরি করে গেইল ১৪৭ বলে ১০টি চার আর ১৬টি ছয় হাঁকিয়ে তার ইনিংসটি সাজান। এর আগে ৭৯ রান করে নয় হাজারি ক্লাবে নাম লেখান এ বাঁহাতি ড্যাশিং ওপেনার। এগারোতম বিশ্বকাপে নিজের প্রথম শতক হাঁকাতে গেইল ১০৫ বল খেলেন।

তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে মারলন স্যামুয়েলস ওয়ানডে ক্যারিয়ারে অষ্টম শতক হাঁকিয়ে ১৫৬ বলে ১৩৩ রান করেন। ডানহাতি এ ব্যাটসম্যান তার ইনিংসটি সাজান ১১টি চার আর তিনটি ছয়ের সাহায্যে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

** নতুন টার্গেটে ব্যাটিং করছে জিম্বাবুয়ে
** বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ
** রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে
** গেইল ঝড়ে জিম্বাবুয়ের টার্গেট ৩৭৩
** গেইলের ব্যাটে ক্যারিবীয় ঝড়
** ক্রিজে দানব গেইল, বড় সংগ্রহের ইঙ্গিত
** গেইলের শতকে ভালো অবস্থানে ক্যারিবীয়রা
** গেইলের অর্ধশতকে শতক ক্যারিবীয়দের
** দেখেশুনে ব্যাট চালাচ্ছেন গেইল-স্যামুয়েলস
** পাওয়ার প্লে’তে ক্যারিবীয়দের ৪৩/১
** ব্যাটিংয়ে নেমেই ফিরলেন স্মিথ
** টস জিতে ব্যাটিং নিয়েছে ক্যারিবীয়রা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।