ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘যে কোনো পজিশনে ব্যাট করতে জানে থারাঙ্গা’

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
‘যে কোনো পজিশনে ব্যাট করতে জানে থারাঙ্গা’ উপল থারাঙ্গা

ঢাকা: হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার জীবন মেন্ডিস। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন  উপল থারাঙ্গা।

বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে থারাঙ্গা নামবেন এটা নিশ্চিত করেছেন শ্রীলংকা দলের প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার সনাথ জয়সুরিয়া।

থারাঙ্গাকে দলে নেয়া প্রসঙ্গে ‘ডেইলি মিরর’কে দেয়া এক সাক্ষাতকারে জয়সুরিয়া বলেন, ‘সুবিধাজক ব্যাপার হলো, থারাঙ্গা (১ নম্বর থেকে ৭)  যে কোনো পজিশনে ব্যাটিং করতে জানে। তার অভিজ্ঞতা ও ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্ম বিবেচনায় নিয়েছি আমরা। ’

মঙ্গলবার অনুশীলনের সময় হামস্ট্রিং ইনজুরি আক্রান্ত হয় মেন্ডিস। বদলি খেলোয়াড়ের জন্য অনুমতি চেয়ে আইসিসির কাছে আবেদন করা হয়। পরে অনুমতি পাওয়ায় উপল থারাঙ্গাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রীলংকান টিম ম্যানেজম্যান্ট।

 
৩০ বছর বয়সী থারাঙ্গা ১৭৬টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ৩৩.৫৭ গড়ে ৫ হাজার ৩৩৯ রান করেছেন। এর মধ্যে ১৩টি শতক ও ২৮টি অর্ধশতক রয়েছে। গত নভেম্বর ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি।

 বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।