ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলা-লংকা ম্যাচে অভিভাবক যারা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
বাংলা-লংকা ম্যাচে অভিভাবক যারা আলিম দার ও পল রিফেল

ঢাকা: বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানি আলিম দার ও অস্ট্রেলিয়ান পল রিফেল।

আর টিভি আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড অ্যালেন কেটলি।

ম্যাচ রেফারি জন ক্রু। এছাড়া রিজার্ভ আম্পায়ার হিসেবে রয়েছেন জেএস উইলসন।

এ ম্যাচের মূল আম্পায়ার আলিম দার পাকিস্তানের সাবেক ক্রিকেটার। ২০০০ সালে পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার ম্যাচে তিনি প্রথম ওয়ানডে আম্পায়ার হিসেবে কাজ শুরু করেন। ২০০৩ সালে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টেস্ট আম্পায়ার হিসেবে অভিষিক্ত হন তিনি। এটি তার ১৬৮তম ওয়ানডে আম্পায়ারিং ম্যাচ।

পল রিফেল অস্ট্রেলিয়ান আম্পায়ার। এটি তার ৩৯তম ওয়ানডে আম্পায়ারিং ম্যাচ।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।