ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক ওভারে দুই উইকেট নেই আফগানদের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
এক ওভারে দুই উইকেট নেই আফগানদের

ঢাকা: ২১১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালোই শুরু করেছিল আফগানিস্তান। ইনিংসের প্রথম ৭ ওভারের স্কোর (বিনা উইকেটে ৪২) তারই প্রমাণ দেয়।



তবে চিত্র পাল্টে গেলো অষ্টম ওভারের তৃতীয় বলে। স্কটিশ পেসার ইভানসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নওরোজ মঙ্গল (৭)। এর দুই বল পর অর্থাৎ ওভারের শেষ বলে স্তানিকজাইকে (৪) ফিরিয়ে এক ওভারে দুই উইকেট তুলে নেন ইভান।

তবে চতুর্থ ওভারের প্রথম বলে প্রথম স্লিপে মমসেন ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হলে লাইফ পান নওরোজ মঙ্গল।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১০ রান করে স্কটিশরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ডানেডিনে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় স্কটল্যান্ড। এরপর দলীয় একশ‘ না পেরোতেই সাজঘরে ফেরেন পাঁচ ব্যাটসম্যান। তবে স্কটিশ ব্যাটসম্যান মমসেন (২৩) ও মাচানের (৩১) চর্তুথ উইকেট জুটি ৫৩ রান তোলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে।

দলীয় ১৪৪ রানে এ দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরলে স্কটিশদের স্কোর দেড়শ’ পেরোনো নিয়েও শঙ্কা দেখা দেয়।

এসময় দলের ত্রাতা হিসেবে হাজির হন দুই টেলেন্ডার। নবম ও দশম স্থানে নামা হক ও ইভানের ৬২ রানের জুটি স্কটিশদের সম্মানজনক স্কোরে পৌঁছায়, যা স্কটিশদের ইনিংসেরও সর্বোচ্চ জুটি। আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন হক। আর ইভান করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৮।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শাপুর জাদরান। এছাড়া, তিনটি উইকেট নিয়েছেন দৌলত জাদরান।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

** ভালো শুরু আফগান ওপেনারদের
** জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে আফগানরা
** টেলেন্ডারদের নৈপুণ্যে স্কটিশদের দু’শ রানের পুঁজি
** দলীয় সংগ্রহ বাড়ানোর চেষ্টা স্কটিশ টেলেন্ডারদের
** কিপারের নৈপুণ্যে আফগানদের ষষ্ঠ আঘাত
** একশ না পেরুতেই সাজঘরে পাঁচ স্কটিশ ব্যাটসম্যান
** ব্যাটিং বিপর্যয়ে স্কটল্যান্ড
** শুরুতেই স্কটিশ শিবিরে আফগানদের আঘাত
** ব্যাটিংয়ে দুই স্কটিশ ওপেনার
** টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।