ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লংকা বধে বোলিংয়ে মাশরাফি বাহিনী

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
লংকা বধে বোলিংয়ে মাশরাফি বাহিনী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: বিশ্বমঞ্চের পুল ‘এ’র ম্যাচে শ্রীলংকা বাংলাদেশ টাইগারদের মুখোমুখি হয়েছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন লংকান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ।

লংকানদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে ক্রিজে এসেছেন তিলকারত্নে দিলশান এবং লাহিরু থিরামান্নে।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হলো বাংলাদেশ ক্রিকেট দল। এ ম্যাচের আগে টাইগাররা সর্বশেষ ৫ ম্যাচের ৫টিতেই জয় লাভ করেছে। অন্যদিকে, লংকানরা সর্বশেষ ৫ ম্যাচের দুটিতে জয় পেয়েছে। তবে, বিশ্বকাপের আসরে দুইবারের মুখোমুখি দেখায় দুটি ম্যাচই জিতেছে লংকানরা। আর ৩৭টি ওয়ানডে ম্যাচে শ্রীলংকার জয় ৩২টি, বাংলাদেশের জয় ৪টি, বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মমিনুল হক, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন এবং তাসকিন আহমেদ।
 
শ্রীলংকা দল: তিলকারত্নে দিলশান, লাহিরু থিরামান্নে, দিমুথ করুণারত্নে, কুমারা সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুজ, থিসেরা পেরেরা, দিনেশ চান্দিমাল, রঙ্গনা হেরাথ, লাসিথ মালিঙ্গা এবং সুরঙ্গা লাকমল।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

** টসে হেরে বোলিংয়ে টাইগাররা
** লংকান বাধা পেরোতে প্রত্যয়ী টাইগাররা
** বাংলা-লঙ্কা ম্যাচে অভিভাবক যারা
** স্বপ্নের মেলবোর্নে প্রথমবার নামলো টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।