ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাহলে হেরে যাচ্ছে শ্রীলংকা!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
তাহলে হেরে যাচ্ছে শ্রীলংকা! সংগৃহীত

ঢাকা: কুমারা সাঙ্গাকারার ৪০০তম ম্যাচ খেলার ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার ম্যাচে নানা পরিসংখ্যানের মধ্যেও অজানা এক শঙ্কায় ভুগতেই হচ্ছে শ্রীলংকাকে। মাইলফলক ছোঁয়ার পরিসংখ্যান-ই যে হারিয়ে দিচ্ছে লংকানদের।



ইতিহাস বলছে, সুনাথ জয়াসরিয়ার ৪০০তম ম্যাচে শ্রীলংকা হেরে গেছে ইংল্যান্ডের কাছে। শচীন টেন্ডুলকারের ৪০০তম ম্যাচে ভারত হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। আর মাহেলা জয়াবর্ধনের ৪০০তম ম্যাচে লংকানরা অনেকটা আত্মসমর্পণ করেছে ভারতের কাছে।

আর বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) যেহেতু সাঙ্গাকারা ৪০০তম ম্যাচ খেলছেন, সেহেতু ম্যাচ শেষে ঘাড় নুইয়ে মাঠ ছাড়ার আগাম চিন্তা লংকানদের মাথায় রাখতেই হবে।

যদিও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়া ম্যাচের প্রথম ওভারেই লাহিরু থিরামান্নের ক্যাচ ছেড়ে দিয়েছেন টাইগার এনামুল হক বিজয়, তবু লংকা বধে মাশরাফি বাহিনী সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়বেন বলে টাইগারপ্রেমীরা আশা করতেই পারেন।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।