ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ ক্যাচ জয়াবর্ধনের

ওয়ার্ল্ড ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ ক্যাচ জয়াবর্ধনের ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিকেট  বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ ক্যাচ শিকারের মাইলফলক ছুঁয়েছেন শ্রীলংকান ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। ‍বাংলাদেশ দলের ব্যাটসম্যান মমিনুল হকের ক্যাচ নিয়ে এ অনন্য নজির গড়লেন তিনি।



তার আগে এখন আছেন কেবল অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং (২৮) ও শ্রীলংকার সাবেক ড্যাশিং ওপেনার সনাথ জয়াসুরিয়া।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের এ ম্যাচে জয়বর্ধনের এ রেকর্ড ছাড়াও ব্যক্তিগত বেশ কিছু অর্জন যোগ হয়েছে লংকান ক্রিকেটারদের খাতায়।

এরমধ্যে কুমার সাঙ্গাকারার ৪০০তম ম্যাচ খেলা এবং এতে শতক হাঁকিয়ে স্মরণীয় করে রাখা, বিশ্বকাপে শ্রীলংকার পক্ষে তিলকারত্নে দিলশানের সর্বোচ্চ ১৬১ রানের ইনিংস খেলা উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।