ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্কটল্যান্ড ক্রিকেট দলকে জরিমানা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
স্কটল্যান্ড ক্রিকেট দলকে জরিমানা

ঢাকা: কথায় আছে- মরার ওপর খাঁড়ার ঘা! নিশ্চিত ‘জয়ের’ ম্যাচ হেরে এমনিতে বেদনার কমতি ছিল না, তার ওপর ম্যাচ শেষে জরিমানা।

বিশ্বকাপের এগারোতম আসরের ১৭তম ম্যাচে আফগানদের কাছে এক উইকেটে হারের পর, স্লো-বোলিংয়ের জন্য স্কটিশ ক্রিকেট দলকে জরিমানা করেছেন ম্যাচ রেফারি ডেভিড বুন।



ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ ঘোষণা দিয়েছে।

জানা যায়, বোলিংয়ের জন্য স্কটিশ ক্রিকেট দলকে বেধে দেওয়া সময়ের মধ্যে এক ওভার বাকি থাকায় তাদের জরিমানা করা হয়।

এ জন্য স্কটিশ অধিনায়ক পিটার মমসেনকে ম্যাচ ফি’র ২০ শতাংশ এবং দলের অন্য সদস্যদের ১০ শতাংশ জরিমানা গুনতে হবে।

বিশ্বকাপ চলাকালে এ ধরনের ঘটনার জন্য যদি ফের দোষী প্রমাণিত হন তবে, আইসিসির নিয়মানুযায়ী পরবর্তীতে এক ম্যাচ নিষিদ্ধ হবেন মমসেন।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।