ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই স্বাগতিকের লড়াই

স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
দুই স্বাগতিকের লড়াই

ঢাকা: গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান পোক্ত করতে আগামীকাল মাঠে নামবে চলতি বিশ্বকাপের আয়োজত দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দেশ দুটির ক্রিকেট লড়াই বরাবরই উত্তাপ ছড়ায় তাসমান সাগর পাড়ের জনপদ দুটিতে।



শনিবার (২৮ ফেব্রুয়ারি) পুল-এ’র ম্যাচে অকল্যান্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

বিশ্বকাপের পারমরম্যান্সে এগিয়ে আছে কিউইরা। টানা তিন ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ম্যাককালাম বাহিনী। কিউই বোলারদের সাম্প্রতিক ফর্ম ও নিজেদের কন্ডিশন এগিয়ে রাখছে নিউজিল্যান্ডকে। সর্বশেষ ম্যাচে টিম সাউদির এক স্পেলেই উড়ে গিয়েছিল ইংলিশরা।

অন্যদিকে ব্যাটিং লাইন আপ নিয়েও নেই কোন দুশ্চিন্তা। ব্ল্যাক ক্যাপসদের অধিনায়ক ব্রান্ডন ম্যাককালাম রয়েছেন দুর্দান্ত ফর্মে। কেইন উইলিয়ামসন, মার্টিন গাপটিল ও অভিজ্ঞ রস টেইলরাও তৈরি অজিদের চ্যালেঞ্জ জানাতে।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ব্রিসবেনের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট টেবিলে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। তবে অজিদের জন্যে সুখবর হলো ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ফলে তাকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে জর্জ বেইলিকে। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসনরাও রয়েছেন রানের মধ্যে।

দু’দলের ১২৬ বারের মুখোমুখি লড়াইয়ে ৮৫ জয় নিয়ে এগিয়ে অজিরা। অন্যদিকে নিউজিল্যান্ড জিতেছে ৩৪ বার, বাকি ছয়টি ম্যাচে ফলাফল হয়নি।
 
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।