ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১০৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে ভারত

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
১০৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের স্বল্প পুঁজির বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছেন ভারতের দুই ওপেনার। বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে ব্যাটিং সূচনা করতে আসেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান।



এর আগে ব্যাটিং বিপর্যয়ের চরম উদাহরণ দিয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত।

অস্ট্রেলিয়ার পার্থে ‘বি’ গ্রুপের ম্যাচে মাঠে নামে গতবারের চ্যাম্পিয়ন ভারত এবং অপেক্ষাকৃত দুর্বল দল সংযুক্ত আরব আমিরাত। এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির।

এবারের বিশ্বমঞ্চে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দু’দলের বিপক্ষে দুর্দান্ত দুটি জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনীর দল।

অন্যদিকে, বিশ্বকাপের এ আসরে দুটি ম্যাচ খেলে আরব আমিরাত জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে হেরেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

** বিশ্বচ্যাম্পিয়নদের টার্গেট ১০৩ রান
** বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ধুঁকছে পুচকে আমিরাত
** খেই হারিয়ে আমিরাতের ষষ্ঠ উইকেটের পতন
** অশ্বিন জাদুতে দিশেহারা আমিরাত
** ব্যাটিং বিপর্যয়ে আমিরাত, চারজন সাজঘরে
** যাদবের পর ভুবনেশ্বরের আঘাত
** যাদবের প্রথম শিকারে সাজঘরে বেরেঙ্গার
** ফিল্ডিংয়ে নেমেছে বর্তমান চ্যাম্পিয়নরা
**টস জিতে ব্যাটিংয়ে আমিরাত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।