ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাককালামদের প্রশংসায় ফ্লেমিং

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
ম্যাককালামদের প্রশংসায় ফ্লেমিং ছবি : সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টেফিন ফ্লেমিং মনে করেন, বর্তমান নিউজিল্যান্ড দলটি একদিনের ক্রিকেটের সেরা দল।

শনিবার ইডেন পার্কে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে এ কথা বলেন ফ্লেমিং।



এ দিন ফেবারিট অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারায় ব্রেন্ডন ম্যাককালামের দল। চার ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’র শীর্ষ দল এখন নিউজিল্যান্ড।

ফ্লেমিং দলের এমন পারফরম্যান্সে বলেন, ‘আমাদের দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা ছিল না, সেটিও চলে এসেছে। বিশ্বকাপের শুরু থেকে তারা দারুণ সময় কাটাচ্ছে। বিগত চার-পাঁচ বছর দেখলে এটিই নিউজিল্যান্ডের সেরা দল।

কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের প্রশংসা করে ফ্লেমিং বলেন, ‘অসাধারণ একজন ক্রিকেটার ম্যাককালাম। বিস্ময়কর একজন প্রতিভা। সে জানে কী করতে হবে। ‘

ফ্লেমিং ২১৮ ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে ১৯৯৯ বিশ্বকাপে সেমিফাইনাল খেলে কিউইরা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।