ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কাণ্ডারি রুটের বিদায়

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
কাণ্ডারি রুটের বিদায়

ঢাকা: বিশ্বকাপে নিজের অভিষেক সেঞ্চুরির পর রঙ্গনা হেরাতের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন জো রুট। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১২১ রান।

উইকেটে নেমেছেন জস বাটলার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৭ ওভার চার বল শেষে ইংলিশদের সংগ্রহ ছয় উইকেটে ২৭৭ রান। বাটলার ১২ ও ক্রিস উকস এক রানে ক্রিজে রয়েছেন।

এর আগে ১৫ রান করা ওপেনার মঈন আলীকে ফেরান শ্রীলংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। দলীয় ৯ ওভার ২ বলে ম্যাথিউসের বল কাভারে উঠিয়ে মারতে গিয়ে লাকমালের তালুবন্দি হন মঈন।

এরপর ব্যাট করতে নামা গ্যারি ব্যালান্সকে ১২ ওভার ২ বলে কট-অ্যান্ড-বোল্ড করেন দিলশান। দলীয় ১০১ রানের মাথায় এক রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হন ওপেনার ইয়ান বেল। সুরাঙ্গা লাকমালের বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান।

দলীয় ১৬১ রানের মাথায় সাজ ঘরে ফেরেন ইংলিশ অধিনায়ক এউইন মরগান। ২৭ রান করে থিসারা পেরেরার বলে দিলশানের তালুবন্দি হন এই বাঁহাতি ব্যাটসম্যান।

ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে দু’দলের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় রোববার(মার্চ ০১) ভোর চারটায় শুরু হয়।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

** রুটের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে ইংলিশরা
** চার উইকেটে দুইশ পার ইংলিশদের
** ৬০ রানের জুটি ভেঙে মরগানের বিদায়
** দলীয় দেড়শ রান পার করল ইংলিশরা
** ইংলিশ টপ অর্ডারের ৩ ব্যাটসম্যান সাজঘরে
** একশ উইকেট দিলশানের
** স্বাচ্ছন্দ্যে ব্যাট চালাচ্ছে ইংলিশরা
** টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
** লংকান-ইংলিশ ম্যাচের ভেন্যু
** লংকা-ইংলিশ ম্যাচে আম্পায়াররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।