ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিঞ্চ-স্মিথ জুটিতে রেকর্ড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
ফিঞ্চ-স্মিথ জুটিতে রেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের এবারের আসরে রানের রেকর্ড গড়লো ফিঞ্চ-স্মিথ জুটি। ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে ১৮২ রান করে রেকর্ড গড়েন অজি এ দুই ব্যাটসম্যান।



১০৫ রান করে স্মিথ আউট হয়ে যাওয়ায় মাত্র ১৩ রানের জন্য নতুন রেকর্ড গড়তে ব্যর্থ হন তারা।

১৯৯৯ সালের ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সাঈদ আনোয়ার ও ওয়াজ‍াতুল্লা ওয়াস্তির ১৯৪ রানে জুটি বিশ্বকাপ সেমিফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ড।

বিশ্বকাপ সেমিফাইনালে জুটির রেকর্ডে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের মজিদ খান ও জহির আব্বাস জুটি। ১৯৭৯ সালের ২০ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা এ জুটির ১৬৬ রান রয়েছে রেকর্ডে তৃতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।