ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের জয়ে ঘুরে দাঁড়ালেন শোয়েব

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
পাকিস্তানের জয়ে ঘুরে দাঁড়ালেন শোয়েব শোয়েব আখতার

ঢাকা: সম্প্রতি পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হকের চরম সমালোচনা করেন দলটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তবে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে দলটির ২০ রানের জয়ের পর পুরোপুরি ঘুরে দাঁড়ালেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব।



শোয়েব জানান, মিসবাহ এমন একজন ক্রিকেটার যে পাকিস্তান দলকে বাঁচিয়ে রেখেছে এবং দলের অন্য ব্যাটসম্যানদের তাকে সমর্থন করা উচিৎ। এর আগে মিসবাহ সম্পর্কে শোয়েব বলেছিলেন, সে একজন স্বার্থপর ও কাপুরুষ অধিনায়ক। তবে বিশ্বকাপে পাকিস্তানের প্রথম জয়ের পরেই নাটকীয় ভাবে নিজের মন্তব্য বদলালেন তিনি।

শোয়েব বলেন, ‘মিসবাহকে দলের অন্য ক্রিকেটারদের সমর্থন দেয়া উচিৎ। কারণ সে সবসময় দলের ভার একা বইতে পারে না। সে ইতোমধ্যে দলের অনেক পরিবর্তন এনেছে।

তিনি আরও যোগ করেন, মিসবাহ হাজারো পাকিস্তানি সমর্থকের মনে আনন্দ দিয়েছে। আর আমি একটি কথা বলতে পারি, যত কিছুই ঘটুক এই দলটি কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।