ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ায় ভীত নন আফগান অধিনায়ক

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
অস্ট্রেলিয়ায় ভীত নন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী

ঢাকা: স্কটল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর আগামীকাল পার্থে শক্তিশালী অস্ট্রেলিয়ার সঙ্গে লড়তে যাচ্ছে আফগানিস্তান। তবে স্কটিশদের বিপক্ষে বিশ্বকাপে প্রথম জয় পাওয়া আফগান অধিনায়ক মোহাম্মদ নবী জানিয়েছেন, তারা অজিদের প্রতি ভীত নন।



নবী বলেন, ‘আমরা তাদের ভয় পাচ্ছি না। তবে আমরা তাদের সম্মান করি কারণ তাদের দলে রয়েছে আক্রমণাত্বক বোলার ও অসাধারণ কিছু ব্যাটসম্যান। সেই সঙ্গে তাদের ফিল্ডিংও দারুণ। ’

অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে অজিদের সর্বশেষ এক উইকেটে হারের পর দলটি চাইবে ওয়াকা গ্রাউন্ডের বাউন্সি উইকেট কাজে লাগিয়ে আফগানদের সহজেই হারাতে। তবে আফগানিস্তানের সহকারি কোচ জানিয়েছেন, স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর দলটি আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

এদিকে আফগানিস্তান এর আগে একবারই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল। শারজায় তিন বছর আগের সে ম্যাচটিতে অজিরা ৬৬ রানে জয় পেয়েছিল। এ প্রসঙ্গে নবী বলেন, ‘সে ম্যাচে অজিরা ২৭২ করেছিল আর আমরা করেছিলাম ২০৬। আর সেই ম্যাচটি থেকে আমরা দারুণ অভিজ্ঞতা পেয়েছিলাম যা এ ম্যাচে কাজে লাগানোর চেষ্টা করবো।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।