ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হিউজ স্মরণে ৬৩ ওভারের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
হিউজ স্মরণে ৬৩ ওভারের ম্যাচ ফিল হিউজ

ঢাকা: অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার ফিল হিউজের স্মরণে নেপালে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। নেপালের ত্রিভুভান ইউনির্ভার্সিটি স্টেডিয়ামে আগামী ১১ই এপ্রিল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ম্যাচটির দৈর্ঘ্য হবে ৩১.৩ ওভার করে মোট ৬৩ ওভার।

গত বছরের ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত শেফিল্ড শিল্ড ম্যাচে শেন অ্যাবোটের বাউন্স বলে মাথায় গুরুতর আঘাত পান হিউজ। হাসপাতালে দু’দিন কোমায় থাকার পর শেষ নিশ্বাস ত্যাগ করেন ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান।

জীবনের শেষ ইনিংসে সাউদার্ন অস্ট্রেলিয়ার হয়ে অপরাজিত ৬৩ রান করেছিলেন হিউজ। এজন্যই নেপালে অনুষ্টিতব্য ম্যাচটির মোট দৈর্ঘ্য করা হয়েছে ৬৩ ওভার। উভয় দল ৩১.৩ ওভার করে ব্যাটিং করার সুযোগ পাবে।

অস্ট্রেলিয়া ও নেপালের জাতীয় ক্রিকেট দল একীভুত হয়ে ম্যাচটিতে অংশ নিবে। নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েসনের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাওয়ানা জিমায়ার বলেন, ‘আমাদের ক্রিকেটার ও সমর্থকরা সংঘবদ্ধ। আমরা প্রয়াত অজি ব্যাটসম্যান হিউজের প্রতি শ্রদ্ধাশীল। তার প্রতি সম্মান রেখেই এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া। আমরা সবাই এই ম্যাচটি উদযাপন করতে চাই। ’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি ত্রিভুভান ইউনির্ভার্সিটি স্টেডিয়ামটি দর্শকে পরিপূর্ণ হয়ে যাবে। ইতোমধ্যেই এই ম্যাচের টিকিটের জন্য ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে। আশা করছি কয়েকদিনের মধ্যেই টিকিট বিক্রি শেষ হবে। ’

উল্লেখ্য, নেপালে অনুষ্টিতব্য ম্যাচের সময়কালে হিউজের ব্যাট ও ‍জার্সি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে চূড়ায় নিয়ে যাওয়া হবে। এই ম্যাচ থেকে আয়ের পুরো অর্থ মাউন্ট এভারেস্টে অভিযানের কাজে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘন্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।