ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কাপালির ডাবল সেঞ্চুরিতে সিলেটের রান-উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
কাপালির ডাবল সেঞ্চুরিতে সিলেটের রান-উৎসব ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন অলক কাপালি। মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে ২১১ রানের অপরাজিত ইনিংস খেলেন সিলেট অধিনায়ক।

একই দলের ক্রিকেটার  রাজিন সালেহ পেয়েছেন সেঞ্চুরির (১১১) দেখা। কাপালির ডাবল সেঞ্চুরি ও রাজিনের সেঞ্চুরিতে রান-উৎসব করেছে সিলেট।

১৫৯ ওভার ব্যাটিং করে আট উইকেটে ৫০৭ রান তোলার পর প্রথম ইনিস ঘোষণা করে সিলেট বিভাগ। জবাবে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে এক উইকেটে ৪৫ রান তুলেছে চট্টগ্রাম।
 
আগের দিনের তিন উইকেটে ২১৪ রান নিয়ে ব্যাটিং শুরু করে সিলেট। দলীয় ২৯৮ রানে রাজিন সালেহ আউট হলে ভাঙ্গে তৃতীয় উইকেটে গড়া ১৯১ রানের জুটি। রাজিনের বিদায়ের পর পঞ্চম উইকেটে আনোয়ার আকবরকে নিয়ে আরো একটি বড় জুটি গড়েন অলক কাপালি। এ জুটিতে যোগ হয় ১০২ রান। এরপর ছোট আরো কয়েকটি জুটিতে ৮ উইকেটে ৫০৭ রান করার পর প্রথম ইনিংস ঘোষণা করেন সিলেট অধিনায়ক।
 
বরিশাল-রাজশাহী
বিকেএসপির দুই নম্বর মাঠে  দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিন শেষে দুই উইকেটে ৫৯ রান তুলেছে বরিশাল বিভাগ। আগের দিনের এক  উইকেটে ৩২ রান নিয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে রাজশাহী। সোহাগ গাজীর স্পিন  জাদুতে ২৪৭ রানেই গুটিয়ে যায় রাজশাহী। সোহাগ গাজী নেন পাঁচ উইকেট। সাকলাইন সজিবের স্পিন ঘূর্নিতে ২৩৫ রানে শেষ হয়েছিল বরিশালের প্রথম ইনিংস।  

ঢাকা মেট্টো-খুলনা
বিকেএসপির তিন নম্বর মাঠে  ঢাকা মেট্টোর বিপক্ষে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪১৬ রান তুলেছে খুলনা বিভাগ। মেহেদি হাসানের সেঞ্চুরিতে (১৪০) আগের দিন পাঁচ উইকেটে ২৯৯ রান তুলেছিল খুলনা।

মঙ্গলবার ব্যাটিংয়ে নেমে জিয়াউর রহমানের ৭৯ রানের ইনিংসে ভর করে চার’শ পেরোয় খুলনা।

জবাবে দ্বিতীয় দিন শেষে তিন উইকেটে ১৮৬ রান তুলেছে ঢাকা মেট্টো। মার্শাল আইয়ুব ২৮ ও মেহরাব হোসেন (জুনি:) ১২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। খুলনার চেয়ে এখনো ২৩০ রানে পিছিয়ে রয়েছে ঢাকা মেট্টো।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।