ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনে ব্যস্ত সময় পার করছে টাইগাররা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
অনুশীলনে ব্যস্ত সময় পার করছে টাইগাররা ছবি: সংগৃহীত

ঢাকা: স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নেলসনের স্যাক্সটন ওভালে কঠোর অনুশীলন করছে মাশরাফি-সাকিবরা। এই মাঠেই ০৫ মার্চ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় ভোর চারটায় মুখোমুখি হবে দু’দল।



আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাজে ফিল্ডিং করায় মাশরাফিদের নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তাই অনুশীলনের সময় ফিল্ডিংয়ে বাড়তি সময় দিয়েছে সাকিব-তামিমরা। মূলত, স্কটিশদের বিপক্ষে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগে ভালো করতে নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা।

লঙ্কানদের বিপক্ষে ক্যাচ মিস করাটাও বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এজন্য ক্যাচ প্র্যাকটিসের দিকে টাইগাররা অধিক মনোযোগী ছিল। এছাড়াও সবাই নিজেদের ফিটনেস ট্রেনিং করেছে। সব মিলিয়ে অনুশীলনে বেশ ব্যস্ত সময় পার করছেন মাশরাফি-সাকিবরা।

এর আগে দলের বোলিং কোচ রিচার্ড হ্যালসল বলেছিলেন, ‘আমাদের দলে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সবাই খুব ভালো ফিল্ডিং করেছিল। তবে শ্রীলংকার বিপক্ষে যারা খারাপ করেছে তারা নিজেরাও খুব হতাশ। আনামুল হক বিজয় একজন ভালো ফিল্ডার হয়েও একটি সহজ ক্যাচ মিস করেছে। ঐ দিনটিই হয়তো তার পক্ষে ছিল না। ’

উল্লেখ্য, পুল ‘এ’র পয়েন্ট টেবিলে স্বাগতিক অস্ট্রেলিয়ার ওপরে তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। তিন ম্যাচ শেষে একটিতে জয়, একটিতে হার ও বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়। সমান ম্যাচে জয়হীন স্কটিশদের অবস্থান সবার নিচে।

এখন পর্যন্ত চার ম্যাচের তিনটিতে জিতে দুইয়ে গত আসরের রানারআপ শ্রীলঙ্কা। সমান ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে বিশ্বকাপের আরেক স্বাগতিক দেশ নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘন্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।