ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে মাগুরায় আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে মাগুরায় আনন্দ মিছিল বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে সোমবার বিকেলে মাগুরায় বিজয় উৎসব করেছে ক্রিকেটপ্রেমিরা।
 
ইংল্যান্ড দলকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের খবর টেলিভিশনে দেখার সঙ্গে সঙ্গে সাকিবের জেলা মাগুরায় ক্রিকেট ভক্তরা উচ্ছ্বাসে মেতে ওঠে।

এ সময় বিভিন্ন বয়সের মানুষ রঙ মেখে রাস্তায় নেমে আনন্দ উল্লাস করতে থাকেন।

তারা বিজয় র‌্যালি করে শহর প্রদক্ষিণ করে। এ সময় বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে চারদিক মুখরিত করে তোলা হয়। এখন কোয়ার্টার ফাইনাল পেরিয়ে বাংলাদেশকে ফাইনালে দেখতে চান মাগুরার ক্রিকেটপ্রেমিরা।
 
আনন্দ র‌্যালিতে উপস্থিত কিশোর ক্রিকেটভক্ত শামিম বৃন্ত বাংলানিউজকে বলেন- বাংলাদেশ দলের এ বিজয়ে আমরা আশার আলো দেখছি। ক্রিকেটের অধিকাংশ পরাশক্তিকে হারানোর গৌরব বাংলাদেশ দলের আছে। সে হিসেবে আমরা এখন বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে নিজেদের দাবী করতেই পারি।

শহরের চৌরঙ্গীর মোড়ের কলি টি স্টোরের মালিক কলিম মিয়া বাংলানিউজকে জানান- বাংলাদেশ জিতেছে, খুব আমরা খুশি ভাই, আমরা বাংলাদেশকে, ফাইনালে দেখতে চাই।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।